Development League: ফের ডার্বি! পরবর্তী রাউন্ডে কবে ও কাদের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল?

এবারের রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের (Development League) শুরুটা যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে বিশেষ করে কলকাতা ডার্বিতে জোর ধাক্কা খায় ইস্টবেঙ্গল ক্লাব। বহু বছর…

East Bengal-Mohun Bagan Kolkata Derby

এবারের রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের (Development League) শুরুটা যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে বিশেষ করে কলকাতা ডার্বিতে জোর ধাক্কা খায় ইস্টবেঙ্গল ক্লাব। বহু বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে তাদের পরাজিত হতে হয়েছে বিরাট বড় ব্যবধানে। যা নিঃসন্দেহে লজ্জাজনক পরিস্থিতি দলের সমর্থকদের কাছে। জামশেদপুর এফসির মত দলের বিপক্ষে পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে এসেছিল ছেলেরা।

কিন্তু মোহনবাগান দলের বিপক্ষে নিজেদেরকে আর ছন্দে রাখতে পারেনি লাল-হলুদের ছোটরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোটিং ক্লাবকে তারা পরাজিত করলেও বাগান ব্রিগেডের কাছে পরাজয় নিয়ে যথেষ্ট হতাশা রয়েছে দলের ফুটবলারদের।

কিন্তু এবার ফের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে মশাল ব্রিগেড। ডেভেলপমেন্ট লিগের ইস্ট জোনের পরবর্তী রাউন্ডের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ বাস্তব রায়ের মোহনবাগান। আগামী ২৪ তারিখ তাদের বিপক্ষে খেলতে হবে বিনো জর্জের ছেলেদের। যেটি শুরু হবে দুপুর ২টো বেজে ৩০ মিনিটে। মাঝে দুটো দিন বিশ্রাম। এরপর তাদের লড়াই করতে হবে নয়া দল আ্যাডামাস ইউনাইটেডের বিপক্ষে। তারপর ২৯ তারিখ তাদের পরবর্তী ম্যাচ আইএসএলের দল জামশেদপুর এফসির বিপক্ষে। যেগুলির প্রত্যেকটি আয়োজিত হবে বারাকপুর স্টেডিয়ামে।

এখন এই ম্যাচ গুলোর দিকেই তাকিয়ে দলের সমর্থকরা। গত ম্যাচে বাগান ব্রিগেডের কাছে ধরাশায়ী হতে হয়েছিল লাল-হলুদকে। আসন্ন ম্যাচে আদৌ বদলা নেওয়া সম্ভব হয় কিনা এখন সেটাই দেখার। বলতে গেলে বদলা নিতেই এবার নিজেদের একাদশ সাজাবেন লাল-হলুদ কোচ। এই ম্যাচে গুরু দায়িত্ব নিতে হতে পারে আমান সিকে থেকে শুরু করে জেসিনদের।