Mohammedan SC: জয় দিয়ে অভিযান শুরু করে সমর্থকের বিশেষ বার্তা স্যামুয়েলের

কলকাতা লিগের জয়ের ধারা এবার আইলিগেও বজায় রাখল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আজ, রবিবার সন্ধ্যায় নৈহাটি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আইজল এফসির মুখোমুখি হয়েছিল…

Samuel Lalmuanpuia

কলকাতা লিগের জয়ের ধারা এবার আইলিগেও বজায় রাখল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আজ, রবিবার সন্ধ্যায় নৈহাটি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আইজল এফসির মুখোমুখি হয়েছিল কলকাতার এই প্রধান। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল সাদা-কালো ব্রিগেড। দলের হয়ে গোল করেন যথাক্রমে স্যামুয়েল (Samuel Lalmuanpuia) ও অ্যালেক্সিস।

অপরদিকে আইজল এফসির হয়ে একটিমাত্র গোল করেন লালরিনফেলা। আজকের এই জয়ের ফলে যথেষ্ট খুশি সকলে। এই জয় আগামী দিনে অন্যান্য ম্যাচ গুলির ক্ষেত্রে ও যে বাড়তি আত্মবিশ্বাস দেবে দলের ফুটবলারদের মধ্যে সেইকথা কিন্তু বলাই চলে। এখন কয়েকদিন বিশ্রাম তারপর ফের নিজেদের ঘরের মাঠে অর্থাৎ নৈহাটি স্টেডিয়ামে শিলং লাজং এফসির মুখোমুখি হবে সাদা-কালো শিবির। তারপর ট্রাই এফসির মুখোমুখি হতে হবে তাদের।

উল্লেখ্য, আজ ম্যাচের ঠিক সাত মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের তারকা ফুটবলার স্যামুয়েল। যারফলে, ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় দল। তারপর থেকে প্রতিপক্ষের ডিফেন্সে ঘনঘন আক্রমণ ঘনিয়ে আসতে থাকে প্রবলভাবে। যার প্রভাব ও দেখা দেয় কিছুক্ষণ পরে। ম্যাচের ঠিক বারো মিনিটের মাথায় গোল করে আইজল এফসিকে সমতায় ফেরান দাপুটে ফুটবলার লালরিনফেলা।

তবে ২৮ মিনিটের মাথায় অ্যালেক্সিসের করা গোলে ফের এগিয়ে যায় মহামেডান। ফলাফল গিয়ে দাঁড়ায় ২-১ গোল। প্রথমার্ধের শেষে বজায় থাকে এই ফলাফল। তবে দ্বিতীয়ার্ধে দুই পক্ষের তরফ থেকে একাধিকবার গোলের সুযোগ আসলেও কাজে দেয়নি কোনো কিছু। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় রেড রোডের এই ক্লাব।

পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্যামুয়েল বলেন, আজকে দলের হয়ে গোল করতে পেরে আমি যথেষ্ট খুশি। বিশেষ করে দলের জন্য নিজের অবদান রাখতে পেরে ভালো লাগছে। তাছাড়া আমাদের আজ প্রথম ম্যাচ ছিল। সেই ম্যাচেই আমাদের জয় এসেছে। যা অত্যন্ত স্বস্তিদায়ক। আজকের এই গোল আমি আমার স্ত্রী ও পরিবারকে উৎসর্গ করছি। পাশাপাশি সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, সকলের কাছে অনুরোধ আপনারা সবাই মাঠে আসুন। দলকে সমর্থন করুন। আপনাদের সমর্থন আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস জোগায়।