Jason Cummings: বাগানের অনুশীলনে কামিন্সের অনুপস্থিতে দেখা দিল ধোঁয়াশা

আসন্ন নভেম্বর মাসের প্রথমেই ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে গতবারের আইএসএল জয়ী দল মোহনবাগান (Mohun Bagan)। এএফসি কাপের গত ম্যাচে বসুন্ধরা…

Jason Cummings

আসন্ন নভেম্বর মাসের প্রথমেই ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে গতবারের আইএসএল জয়ী দল মোহনবাগান (Mohun Bagan)। এএফসি কাপের গত ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে জেতা ম্যাচ ড্র করতে হয়েছিল মেরিনার্সদের। এবার সেই সমস্ত ভুল শুধরে আইএসএলে জয় পেতে মরিয়া হুয়ান ফেরেন্দোর ছেলেরা।

তাছাড়া আগত এই ম্যাচ জিতলেই আগের মতো ফের গ্রুপ শীর্ষে চলে যাবে বাগান শিবির। যা পরবর্তীতে টুর্নামেন্টের লিগ শিল্ড জেতার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে। সেজন্য স্কট কুপারের জামশেদপুর এফসিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন হুয়ান ফেরেন্দো। যেকোনো মূল্যেই তাদের বিপক্ষে জয় তুলে নেওয়া অন্যতম লক্ষ্য বাগান ব্রিগেডের।

উল্লেখ্য, গত ম্যাচে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে আত্মঘাতী গোল করে পয়েন্ট খুইয়ে ছিল জামশেদপুর ফুটবল দল। যা নিয়ে পরবর্তীতে বিতর্ক ও দেখা দেয় বিশেষজ্ঞ মহলে। এই পরিস্থিতিতে জামশেদপুর দলের সমস্ত ভুলভ্রান্তিকে বাড়তি নজর দিয়েই জালে বল জড়ানোর পরিকল্পনা করছেন বাগানের স্প্যানিশ কোচ। সেইমতো গত কয়েকদিন ধরে নানাভাবে অনুশীলন করতে দেখা যায় দলের আপফ্রন্টের সমস্ত দেশি ও বিদেশি ফুটবলারদের। জেসন কামিন্স (Jason Cummings) থেকে শুরু করে দিমিত্রি পেট্রাতোস হোক কিংবা আর্মান্দো সাদিকু। নিজেদের সেরাটা মেলে ধরতে মরিয়া সকলেই।

Jason Cummings

বলাবাহুল্য, বাগান ব্রিগেডে যোগদান করার পর থেকে এখনো পর্যন্ত প্রায় অনেক গুলোই গোল করে ফেলেছেন কামিন্স। বলতে গেলে সমর্থকদের ভরসার কেন্দ্র হিসেবে ও বিবেচিত হতে শুরু করেছেন ধীরে ধীরে। তবে এখনো ছন্দে ফিরতে পারেননি আর্মান্দো সাদিকু। দলে যোগ দেওয়ার পর থেকে বল পায়ে করেছেন মাত্র দুইটি গোল। তাই এবার নিজেকে মেলে ধরতে বধ্যপরিকর এই আলবেনিয়ান তারকা।

কিন্তু হঠাৎ করেই এবার অনুশীলনে দেখা মিলল না অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে। বলতে গেলে গতকাল তাকে বাদ দিয়েই বল পায়ে অনুশীলন করতে দেখা গেল দলের ফুটবলারদের। যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে এই অজি তারকা না থাকলেও জোরকদমে অনুশীলন করে গোটা দল। প্রথমদিকে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং করার পর বল পায়ে নামে গোটা দল। সিচুয়েশন প্রাকটিস করার পাশাপাশি দুই দলে ভাগ হয়ে খেলতে ও দেখা যায় সকলকে। লক্ষ্য একটাই জামশেদপুর বধ।