Chennaiyin FC: এই বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে পারে চেন্নাইয়িন

এবারের আইএসএলের গ্ৰুপ পর্বের বাকি মাত্র আর কয়েকটা ম্যাচ। তারপরেই শুরু হয়ে যাবে পরবর্তী রাউন্ডের খেলা। যেখানে অনেক আগেই নিজেদের নিশ্চিত করেছে পাঁচটি ফুটবল দল।…

Chennaiyin FC Ryan Edwards

এবারের আইএসএলের গ্ৰুপ পর্বের বাকি মাত্র আর কয়েকটা ম্যাচ। তারপরেই শুরু হয়ে যাবে পরবর্তী রাউন্ডের খেলা। যেখানে অনেক আগেই নিজেদের নিশ্চিত করেছে পাঁচটি ফুটবল দল। ষষ্ঠ স্থান নিয়ে শুরু হয়ে গিয়েছে লড়াই। ইমাম ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব থেকে শুরু করে বেঙ্গালুরু এফসি এমনকি টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসির মতো ক্লাব রয়েছে এই এই স্থানে নিজেদের নিশ্চিত করতে।

শেষ পর্যন্ত আদৌ কারা সুযোগ করে নিতে পারে এখন সেটাই দেখার। তবে নতুন ফুটবল সিজেনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকে। ঘর গোছানোর জন্য নিজেদের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নয়া বিদেশি ফুটবলারদের দিকেও নজর রয়েছে ক্লাবগুলির।

সেইমতো এবার নিজেদের বিদেশি ফুটবলার রায়ান এডওয়ার্ডের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে চেন্নাইয়িন (Chennaiyin FC) ম্যানেজমেন্ট। এবারের এই আইএসএল মরশুমে চেন্নাইয়িন এফসির জার্সিতে যথেষ্ট সক্রিয় রয়েছেন এই বিদেশী সেন্টার ব্যাক। দলের পারফরম্যান্স খুব একটা সাবলীল না থাকলেও এই ফুটবলারের সঙ্গে হয়তো চুক্তি বাড়ানোর কথাই ভাবতে পারে দক্ষিণের এই ফুটবল দল।

সেক্ষেত্রে পরবর্তী আরো দুইটি মরশুম আইএসএল জয়ী এই ফুটবল দলেই দেখা যেতে পারে এডওয়ার্ডকে। তবে এখনো পর্যন্ত কোন কিছু চূড়ান্ত না হলেও কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

বলা বাহুল্য, এবারের এই মরশুমের শুরুটা যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে ছন্দ হারিয়েছে চেন্নাইয়িন এফসি। তাদের পরাজিত হতে হয়েছে এই টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল হায়দরাবাদ এফসির কাছে। সেই ধাক্কা সামলে উঠে এখন পরবর্তী ম্যাচগুলিতে জয় পাওয়াই অন্যতম লক্ষ্য তাদের।