World Cup warm-up: ভারতে এসেই হেরে গেল পাকিস্তান, ৩৪৫ রান করেও রক্ষে নেই

বিশ্বকাপের প্রস্তুতি (World Cup warm-up) ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ৩৪৬ রান তাড়া করতে নেমে ৪৩.৪ ওভারেই জয় পায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের শুরুটা অবশ্য খারাপ…

New Zealand vs Pakistan

বিশ্বকাপের প্রস্তুতি (World Cup warm-up) ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ৩৪৬ রান তাড়া করতে নেমে ৪৩.৪ ওভারেই জয় পায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের শুরুটা অবশ্য খারাপ ছিল। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। পাকিস্তানের পক্ষে ডেভন কনওয়ের উইকেট নেন হাসান আলী। পাকিস্তান দলকে প্রথম সাফল্য এনে দেন হাসান আলী।

এর পরেই ইনিংসের হাল ধরেন কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। দুর্দান্ত ব্যাটিং করে ৯৭ রান করেন রাচিন রবীন্দ্র। টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান দলের হয়ে দারুণ এক ইনিংস খেলেন অধিনায়ক বাবর আজম। প্রথমবারের মতো ভারতের মাটিতে ব্যাট করতে নামেন বাবর। ভালো ব্যাট করলেও সেঞ্চুরি করতে পারেননি তিনি। কিন্তু তিনি ৮০ রান করে পাকিস্তানকে বড় স্কোরের দিকে নিয়ে যেতে পেরেছিলেন। যার সুবাদে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ৩৪৫ রান তুলতে সমর্থ হয়।

অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দলের চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মহম্মদ রিজওয়ান। দুর্দান্ত সেঞ্চুরি করে নিজের ফর্ম ধরে রেখেছেন এই পাক ব্যাটার। বিশ্বকাপে মহম্মদ রিজওয়ানের ব্যাট থেকে একই রকম পারফরম্যান্স আশা করা যায়। নিউজিল্যান্ডের সামনে ৩৪৫ রানের পাহাড়ের প্রমাণ লক্ষ্য রেখেছিল পাকিস্তান দল। কিন্তু নিউজিল্যান্ড দল তা সহজেই অর্জন করেছে।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, মহম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম।