Weather: উপকূল উত্তাল, তেড়ে আসছে নিম্নচাপ

Weather: ভারী বৃষ্টিতে চুপসে গেছে বাংলা। আজ থেকেই আবহাওয়ার ব্যাপক বদল গোটা রাজ্য জুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য…

Weather: ভারী বৃষ্টিতে চুপসে গেছে বাংলা। আজ থেকেই আবহাওয়ার ব্যাপক বদল গোটা রাজ্য জুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা আরো বেশ কয়েকগুণ শক্তি বাড়িয়ে বাংলার উপকূলে আছড়ে পড়বে।

ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে ভারী বৃষ্টির সম্ভবনা। আজ অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

   

এরসঙ্গে শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পাশাপাশি ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানেও। উপকূল অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে মৃদুমন্দ ঝোড়ো হাওয়া।

রাজ্য জুড়ে বেশ কিছুদিন এই বৃষ্টির আবহাওয়াই বহাল থাকবে। এই কয়েকদিন তাপমাত্রার পারদও কম থাকবে। আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভবনা।

আজ উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বাকি সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আগামীকালের পর থেকে তারিখের পর থেকে বৃহস্পতিবার অর্থাৎ ৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।