ND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেল ভারত

শার্দূল ঠাকুরের মরিয়া লড়াই সত্ত্বেও হেরে গেল ভারত।  প্রথম ওডিআই  (ND vs SA) পার্লে’র বোল্যান্ড পার্কে দক্ষিণ আফ্রিকা জিতল ৩১ রানে। বিরাট কোহলির হাফ সেঞ্চুরি…

ND vs SA

শার্দূল ঠাকুরের মরিয়া লড়াই সত্ত্বেও হেরে গেল ভারত।  প্রথম ওডিআই  (ND vs SA) পার্লে’র বোল্যান্ড পার্কে দক্ষিণ আফ্রিকা জিতল ৩১ রানে। বিরাট কোহলির হাফ সেঞ্চুরি ৬৩ বলে ৫১,শার্দূলের ৪৩ বলে অপরাজিত ৫০ আর ওপেনার হিসেবে শিখর ধাওয়ানের ৮৪ বলে ৭৯ রান মাঠে মারা গেল।

ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলির ব্যাট থেকে আসল ঝকঝকে অর্ধশতরান। তবে এই ঝকঝকে হাফ সেঞ্চুরি দলের জয়ে কাজে আসল না, ফলে এই ইনিংস কিছুটা হলেও বিরাট কোহলিকে খোঁচা দেবে।

   

এদিন প্রোটিয়া ব্যাটসম্যান ও বোলারদের দাপটে ছারখার অধিনায়ক কেএল রাহুলের টিম ইন্ডিয়া। টসে জিতে ব্যাটিংর সিদ্ধান্ত নিয়ে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে টেম্বা বাভুমার টিম দক্ষিণ আফ্রিকা। ১৪৩ বলে ১১০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে বাভুমা, ডুসান ৯৬ বলে অপরাজিত ১২৯ রান করে। ভারতের হয়ে বুমরাহ ২, অশ্বিন রক উইকেট নিয়েছে।এদিন অধিনায়ক হিসেবে কেএল রাহুল এবং ভারতীয় দলের ২৪২ তম ওডিআই খেলোয়াড় হিসেবে অভিষেক হয় ভেঙ্কটেশ রাজশেখরণ আইয়ারের।

এদিন বিরাট কোহলি রেকর্ড গড়ে।ভারতের হয়ে ওডিআই ম্যাচে নিউট্রাল ম্যাচ বাদ দিয়ে বিদেশের মাটিতে সর্বোচ্চ রানের নিরিখে প্রথম স্থানে চলে আসে বিরাট কোহলি ৫১০০।দু’ইতে সচিন তেন্ডুলকর ৫০৬৫, তিনে মহেন্দ্র সিং ধোনি ৪৫২০,চার নম্বরে রাহুল দ্রাবিড় ৩৯৯৮, পাঁচ নম্বরে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৩৪৬৮ রান।

তিন ম্যাচের ওডিআই সিরিজে সিরিজে আপাতত ১-০ পিছিয়ে গেল টিম ইন্ডিয়া, প্রোটিয়াদের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি, তাবরেজ সামসি ও আন্দিলে ফেহলুকওয়েও দুটি করে উইকেট পেয়েছে এবং মার্করাম ও মহারাজ একটি করে উইকেট শিকার করেছে। দ্বিতীয় ওডিআই বোল্যান্ড পার্কে আগামী ২১ জানুয়ারি, শুক্রবার পার্লেতে।