কিটক্যাটের মোড়কে জগন্নাথের ছবি, তীব্র আপত্তি আমজনতার

জনপ্রিয় চকোলেট কিটক্যাটের (kitkat) মোড়কে জগন্নাথ (jagannath), বলরাম ও সুভদ্রা ছবি ছাপিয়ে বিতর্কে জড়াল নেসলে ইন্ডিয়া (nestle india)। চকোলেটের মোড়কে জগন্নাথের ছবি ব্যবহার করায় বিভিন্ন…

জনপ্রিয় চকোলেট কিটক্যাটের (kitkat) মোড়কে জগন্নাথ (jagannath), বলরাম ও সুভদ্রা ছবি ছাপিয়ে বিতর্কে জড়াল নেসলে ইন্ডিয়া (nestle india)। চকোলেটের মোড়কে জগন্নাথের ছবি ব্যবহার করায় বিভিন্ন মহল থেকে তীব্র আপত্তি ওঠে। ঘটনার জেরে সংস্থার কর্ণধার ক্ষমা (pardon) চেয়ে নিয়েছেন। একইসঙ্গে আশ্বাস দিয়েছেন, যত শীঘ্র সম্ভব ওই বিশেষ ধরনের মোড়কের চকোলেটগুলি বাজার থেকে তুলে নেবেন।

বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে চকোলেটের মোড়কে এভাবে জগন্নাথের ছবি দিয়ে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিতর্ক যখন ক্রমশই ধূমায়িত হচ্ছে তখনই সংস্থার তরফে কর্ণধার অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমজনতার কাছে ক্ষমা চেয়ে নেন। অনেকেই অভিযোগ করেন, যেহেতু এটি একটি খাবারের প্যাকেট তাই চকোলেট ফুরিয়ে গেলে মানুষ যত্রতত্র তার মোড়ক ছুঁড়ে ফেলে দেবে। এর ফলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার অবমাননা হবে। সে কারণেই কিটক্যাটের মোড়কে এ ধরনের ছবি ব্যবহার করা ঠিক নয়।

তবে কিছু মানুষ অবশ্য চকোলেটের প্যাকেটে জগন্নাথের ছবি দেখে আনন্দ পেয়েছেন। তাঁরা মনে করছেন, এর ফলে নেসলে ইন্ডিয়া ওড়িশার সংস্কৃতি এবং জগন্নাথ দেবকেই সম্মান দিয়েছেন। তাঁরা এও জানিয়েছেন যে, চকোলেট খাওয়ার পর তার প্যাকেট মানুষ যত্রতত্র ফেলে দেয়। অনেক সময় সেই প্যাকেট মাড়িয়ে চলে যায় মানুষ। সে ক্ষেত্রে জগন্নাথের অসম্মান হবে।

ওই ঘটনার প্রেক্ষিতে সংস্থার কর্ণধার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাঁদের উদ্দেশ্য ছিল না। ওড়িশার সংস্কৃতি ও জগন্নাথ দেবকে মানুষের কাছে পৌঁছে দিতেই প্যাকেটের গায়ে ওই ছবি ছাপা হয়েছিল। ওড়িশা সরকারের পর্যটন দপ্তরের ওয়েবসাইট থেকেই তাঁরা এ বিষয়ে অনুপ্রেরণা পেয়েছিলেন। যেহেতু মানুষ এই ছবিতে আপত্তি জানাচ্ছে তাই তাঁরা অবিলম্বে বাজার থেকে এই মোড়কগুলি তুলে নেবেন।