
৩৬ তম জাতীয় গেমস (National Games) ফুটবলের গ্রুপ লিগে বাংলা হারিয়ে দিল গুজরাটকে। টানা দুই ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠল বাংলা।
Advertisements
বুধবার বাংলা গুজরাটকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। বাংলার হয়ে গোলদাতা রবি হাঁসদা, সুরজিৎ হাঁসদা, বাসুদেব মান্ডি। আগের ম্যাচে পাঞ্জাকে বাংলা হারিয়ে ছিল ২-১ গোলে।ওই ম্যাচে বাংলার হয়ে গোল করেন অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা এবং রবি হাঁসদা।
এরই পাশাপাশি, বুধবার রাজকোটে অনুষ্ঠিত জাতীয় গেমসে বাংলা আরও বেশ কয়েকটি ইভেন্টে পদক পেয়েছে। ৪x২০০ ফ্রি স্টাইল রিলেতে ব্রোঞ্জ,সাঁতারে ২০০ মিটার বাটারফ্রাই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে সানু দেবনাথ।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements










