Jalpaiguri: বিসর্জনে ভয়াবহ বিপর্যয়, নদীর বানে অনেকে তলিয়ে গেলেন

দুর্গাপুজা (Durga Puja) বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা।  জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে চলছিল বিসর্জন। মাল নদীতে এমন সময় আসে হড়পা বান। প্রবল স্রোতে ভেসে যান অনেকে। কয়েকজন তলিয়ে…

bisarjan

দুর্গাপুজা (Durga Puja) বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা।  জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে চলছিল বিসর্জন। মাল নদীতে এমন সময় আসে হড়পা বান। প্রবল স্রোতে ভেসে যান অনেকে। কয়েকজন তলিয়ে গেছেন। জেসিবি দিয়ে উদ্ধার চলছে। মালবাজার জুড়ে আতঙ্ক।

  • মালবাজার জুড়ে তীব্র আতঙ্ক। মাল নদীর হড়পা বানে বহু নিখোঁজ।
  • মালবাজার প্রশাসন চালাচ্ছে উদ্ধারকাজ।
  • বিসর্জন উপলক্ষে মাল নদীর তীরে ছিল বিপুল জনসমাগম।

এক লহমায় মাল নদী সব আনন্দ ভাসিয়ে নিয়ে চলে গেল। মালবাজার জুড়ে হাহাকার। হড়পা বানের তোড়েপ রিস্থিতি ভয়াবহ। নিখোঁজ বহু। বাড়ছে নিহতের সংখ্যা। জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে খবর হড়পা বানে ভেসে গেছে ঠিক কত জন তার হিসেব নেই। কারণ দুর্গা বিসর্জন উপলক্ষে মাল নদীর ঘাটে ও তীরে বহু মানুষের উপস্থিতি ছিল।

হড়পা বানে মাল নদীর ঘাটে আটকে পড়েছে বিসর্জনের গাড়ি। মালবাজার প্রশাসনের সহযোগিতায় পুলিশ উদ্ধার কার্য চালাচ্ছে। তীব্র আতঙ্ক এলাকায়।