IPL: তারকার ক্রিকেটারের চোট বদলে দিতে পারে CSK’র ভাগ্য

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর আগে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে চেন্নাই সুপার কিংস শিবিরে (CSK)। চোটের কারণে আইপিএলের প্রথম ম্যাচের আগেই ছিটকে গিয়েছিলেন সিএসকে-র…

IPL 2024 csk

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর আগে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে চেন্নাই সুপার কিংস শিবিরে (CSK)। চোটের কারণে আইপিএলের প্রথম ম্যাচের আগেই ছিটকে গিয়েছিলেন সিএসকে-র বিস্ফোরক ব্যাটসম্যান ডেভন কনওয়ে। এরপর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার হয়ে খেলার সময় চোট পান চেন্নাইয়ের আরও এক ফাস্ট বোলার মাথিশা পাথিরানা। যে কারণে তৃতীয় টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন এই ক্রিকেটার। মাথিশা পাথিরানার বিদায়ে চেন্নাইয়ের অন্য এক ক্রিকেটারের জন্য সৌভাগ্যের দরজা খুলে যেতে পারে।

৬ মার্চ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা হয়। এই ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন শ্রীলঙ্কা তথা চেন্নাই সুপার কিংসের তারকা বোলার। তবে পাথিরানার পরিবর্ত খুঁজে পেয়েছে চেন্নাই দল। এক প্রতিবেদন অনুযায়ী, সিএসকে-র এক আধিকারিক এই আপডেট দিয়েছেন। চেন্নাইয়ের হয়ে খেলার সময় পাথিরানা গত মরসুমে ভালো বল করেছিলেন। ডেথ বোলারে কার্যকর ভূমিকা নিয়েছিলেন তিনি। পাথিরানা যখন খেলবেন না, তখন তাঁর জায়গায় এই দায়িত্ব তুলে দেওয়া হতে পারে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানের হাতে।

গত মরসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ১২টি ম্যাচ খেলেছিলেন মাথিশা পাথিরানা। এ সময় তিনি ১৯.৫৩ গড় ও ৮.০১ ইকোনমিতে ১৯ উইকেট নিয়েছিলেন। এখনও পর্যন্ত আইপিএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। ২০২২ সালে আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর।

দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের গত আসরে খেলেছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। এ বছর চেন্নাই দল এই ক্রিকেটারের ওপর ভরসা রেখেছে। ২০১৮ সালে মুম্বাইয়ের হয়ে অভিষেক হয়েছিল এই ক্রিকেটারের। এখনও পর্যন্ত আইপিএলে মোট ৪৮টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে ৩০.৭২ গড় ও ৭.৯৩ ইকোনমিতে ৪৭ উইকেট নিয়েছেন। এমন পরিস্থিতিতে চলতি মরসুমে পাথিরানার অভাব পূরণ করার গুরু দায়িত্ব পেতে পারেন মুস্তাফিজুর রহমান।