Mumbai City FC: তিনবার ট্রফি হাতছাড়া, হতাশার দীর্ঘশ্বাস তিরির

বারবার সুযোগ পেয়েও হাতছাড়া হয়েছে ট্রফি। মুখের সামনে থেকে প্রতিপক্ষ দলের হাতে ট্রফি উঠেছে একাধিকবার। চলতি মরসুমেও তার ব্যতিক্রম হয়নি। মুম্বই সিটি এফসিকে (Mumbai City…

Mumbai City FC's Tiri

বারবার সুযোগ পেয়েও হাতছাড়া হয়েছে ট্রফি। মুখের সামনে থেকে প্রতিপক্ষ দলের হাতে ট্রফি উঠেছে একাধিকবার। চলতি মরসুমেও তার ব্যতিক্রম হয়নি। মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) হারিয়ে শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট।

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচের পর নিজের হতাশা আর লুকিয়ে রাখা রাখতে পারেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘শিল্ড না পেয়ে খুব হতাশ। মাথায় আঘাতের পর দলকে সাহায্য করতে না পারার জন্য আমি দুঃখিত। তৃতীয়বার আমি শিল্ড হাতছাড়া করলাম। শিল্ড পাওয়ার এতো কাছে গিয়েও আবার হাতছাড়া করলাম। কিন্তু সব সময় আমি আমার সবটুকু দিয়েছি।’

এরপর তিরি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘এটা সহজ নয়। তবে আমি আবার আগের মতো উঠে দাঁড়াব এবং আমার মুখোমুখি হওয়া প্রত্যেক প্রতিপক্ষের সঙ্গে লড়াই চালিয়ে যাব। পুরো দল এবং চলতি মরসুমে এখনও পর্যন্ত যা হয়েছে সেটা নিয়ে গর্বিত। আজকের কথা ভুলে যাওয়ার এবং সেমিফাইনালের জন্য প্রস্তুত হওয়ার সময় এখন। যারা আমার পাশে থেকেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আমি ভালো আছি। সবশেষে মোহনবাগানকে অভিনন্দন।’

সোমবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যার ফলে এশিয়ান টুর্নামেন্টে সরাসরি খেলার টিকিট পেয়ে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। তিরি অতীতে এটিকে মোহনবাগান, মোহনবাগান সুপার জায়ান্টের অংশ ছিলেন।