Amit Shah: অমিত শাহর মন্ত্রকে আগুন! পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি

সাতসকালে দিল্লির ভিভিআইপি এলাকায় অগ্নিকাণ্ড! মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রকের (Amit Shah) বিল্ডিংয়ে আচমকা আগুন লেগে যায়। এদিন সকালে রাইসিনা হিলসের নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বিতীয়…

Amit Shah

সাতসকালে দিল্লির ভিভিআইপি এলাকায় অগ্নিকাণ্ড! মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রকের (Amit Shah) বিল্ডিংয়ে আচমকা আগুন লেগে যায়। এদিন সকালে রাইসিনা হিলসের নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বিতীয় তল থেকে ধোঁয়া বেরোতে দেখেন আধিকারিকরা। তড়িঘড়ি ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই অবশ্য আগুন নিভিয়ে ফেলেন তাঁরা। এই অগ্নিকাণ্ডের জেরে হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে এই হাই প্রোফাইল এলাকায় আগুন লাগল তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে ৯.২২ নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বিতীয় তলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে ছিলেন না। তবে দফতরের বহু উচ্চপদস্থ কর্তা উপস্থিত ছিলেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এসি থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণেই এসি থেকেই আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ এলেও অগ্নিকাণ্ডের জেরে এসি ইউনিট, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং আসবাবপত্র পুড়ে গিয়েছে। 

এদিকে লোকসভা ভোটের আগে খোদ স্বরাষ্ট্র মন্ত্রকের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন, ঘটনায় সময় অমিত শাহ মন্ত্রকে উপস্থিত না থাকায় বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের প্রচারে এখন শাহ কাশ্মীরে রয়েছেন। আজ উধমপুর এবং জম্মুর বিজেপি প্রার্থী জিতেন্দ্র সিং এবং যুগল কিশোর শর্মার সমর্থনে সমাবেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পালোরার কাছে মানহাস বিরাদারি গ্রাউন্ডে এই জনসভা হবে। 

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে কলকাতার গার্ডেনরিচের বিএনআর রেল হাসপাতালেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই-এর সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চোখের অপারেশন ইউনিট থেকে প্রথমে ধোঁয়া দেখা যায়। সেই ধোঁয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। আগুন লাগার খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় ওয়েস্ট পোর্ট থানার পুলিশ। আগুন লাগার বিষয়ে কর্তব্যরত আরপিএফ জওয়ান বলেন, আগুন লাগার পরপরই আমরা রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে ফেলি। প্রায় ১০-১৫ জন রোগী সেখানে ছিলেন। তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়। আমরাই প্রথমে চেষ্টা করছিলাম আগুন নেভানোর। এরপর ঘটনাস্থলে আসেন দমকলের কর্মীরা। তাঁরাই আগুন নেভান।