ISL final: হাজার হাজার সমর্থক নিয়ে ‘লবন হ্রদে’ ডুবল পালতোলা নৌকা

এগিয়ে থেকেও শেষরক্ষা হল না।  সল্টলেক (লবণ হ্রদ)  স্টেডিয়ামে আইএসএল ফাইনালে (ISL final) শেষ হাসি হাসল মুম্বাই সিটি এফসি। নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে…

Mumbai City FC

এগিয়ে থেকেও শেষরক্ষা হল না।  সল্টলেক (লবণ হ্রদ)  স্টেডিয়ামে আইএসএল ফাইনালে (ISL final) শেষ হাসি হাসল মুম্বাই সিটি এফসি। নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নিল পেট্রো ক্র্যাটকির ছেলেরা। আজ মুম্বাই দলের জার্সি গোল করেন যথাক্রমে জর্জ পেরেইরা দিয়াজ, বিপিন সিং এবং জেকব ভোজটাস। মোহনবাগানের হয়ে একটিমাত্র গোল করেন জেসন কামিন্স। তবে মুম্বাই দলের আক্রমণের কোনো জবাব ছিলনা বাগান ফুটবলারদের কাছে। যারফলে, অনায়াসেই যুবভারতীর বুকে জয় ছিনিয়ে নিল রাহুল ভেকের দল।

আরো একবার আইএসএল চ্যাম্পিয়ন হল মুম্বাইসিটি এফসি। উল্লেখ্য, ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে কাউন্টার অ্যাটাক থেকে গোল তুলে নিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার সমতায় ফিরে আসে গতবারের শিল্ড জয়ীরা। ম্যাচের ৫৩ মিনিটের মাথায় গোল করে মুম্বাইকে ম্যাচে ফেরত আনেন দাপুটে ফুটবলার জর্জ পেরেইরা দিয়াজ।

   

তারপর থেকে আবারো পুরনো ছন্দে ফিরে আসে গোটা দল। সময়ের সাথে সাথে আক্রমণের তেজ আরো বাড়াতে থাকে বিক্রমরা। তারপর ৮১ মিনিটের মাথায় আসে মুম্বাইয়ের দ্বিতীয় গোল। এবার গোল করে যান বিপিন সিং। তারপর থেকেই গোল শোধ করার জন্য ঘন ঘন আক্রমণে উঠে আসতে থাকে শুভাশিসরা।

তবে মুম্বাই সিটির জমাটবাঁধা রক্ষণভাগের সামনে বারবার ধরাশায়ী হতে হয় তাদের। অতিরিক্ত সময়ে নয় মিনিট যুক্ত করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। যারফলে, এবার শিল্ড জিতেই সন্তুষ্ট থাকতে হল মোহনবাগান সুপারজায়ান্টস দলকে।