ISL Final: মোহনবাগান হারতেই ইস্টবেঙ্গল সমর্থকরা আনন্দে আত্মহারা

ISL Final: গ্যালারি চুপ হাজার হাজার মোহনবাগান সমর্থক। আলপিন পড়লেও শোনা যাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান তাঁবুতে অচিরেই নামল আঁধার। আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা। দল নির্বিশেষে…

transfer News

ISL Final: গ্যালারি চুপ হাজার হাজার মোহনবাগান সমর্থক। আলপিন পড়লেও শোনা যাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান তাঁবুতে অচিরেই নামল আঁধার। আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা।

দল নির্বিশেষে শনিবারের ফাইনাল ম্যাচে চোখ রেখেছিল ভারতীয় ফুটবল প্রেমী জনতা। ঘরের মাঠে খেলার সুবিধা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। বিরতির ঠিক আগে দলকে গোল করে এগিয়েও দিয়েছিলেন জেসন কামিন্স। বিরতির পর বদলে গেল সব হিসেব।

   

মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হেরেই লিগ শিল্ড খোয়াতে হয়েছিল মুম্বই সিটি এফসিকে। আজকে তাদের কাছে ছিল বদলার ম্যাচ। মুম্বই সিটি এফসি ৩-১ গোলে জিতল ম্যাচ, আরব সাগরের পাড়ে যাবে এবারের ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি।

মোহনবাগান সুপার জায়ান্ট হারাতেই খুশিতে উদ্বেল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের সমর্থকরা। সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক পোস্ট। হোয়াটসআপ গ্ৰুপে মেসেজের বন্যা।

আজকের রাতে বোধোহয় দুই চোখের পাতা এক করতে পারবেন না মোহনবাগান সমর্থকরা। সহ্য করতে হবে ইস্টবেঙ্গল সমর্থকদের মেসেজ। যেন কাটা ঘায়ে নুনের ছিটে। আজকের খেলার বিচারে যোগ্য দল হিসেবেই জিতেছে মুম্বই সিটি এফসি।