MS Dhoni: বাংলাদেশ সফরে বাংলা ভাষা নিয়ে তথ্য ফাঁস ধোনির

সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে একটি ভিডিও। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভিডিও, কোনো এক অনুষ্ঠানের ছোটো একটি অংশ। নেটিজেনদের একাংশের মতে, এই ছোটো…

ms dhoni Bengali

সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে একটি ভিডিও। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভিডিও, কোনো এক অনুষ্ঠানের ছোটো একটি অংশ। নেটিজেনদের একাংশের মতে, এই ছোটো ঘটনা থেকে ধোনির হিউমার সম্পর্কে অনুমান করা যায়।

ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার আগে রেলে কাজ করতেন মহেন্দ্র সিং ধোনি। খড়গপুরে কাজ করতেন মাহি। এমএসের উত্থান কাহিনী এখন অনেকেই জানেন। তাকে নিয়ে বলিউডে তৈরি হয়েছে অস্ত একটা সিনেমা। খড়গপুরে থাকার সুবাদে বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান রয়েছে তার। পরে সেটা কাজে লেগেছিল ভারতের হয়ে খেলার সময়।

“আগে খড়গপুরে রেলে কাজ করতাম। তখন বাংলা বেশ ভালো বলতে পারতাম। এখন অভ্যাস নেই তাই বলতে চাই না। ভুলভাল কিছু বলে দিলে লোকের খারাপ লাগতে পারে… আমার আশেপাশে বাংলায় কেউ কথা বললে ভালোই বুঝতে পারি”, বলেছেন ধোনি।

“বাংলাদেশে খেলতে গিয়েছিলাম। ওরা জানতো না যে আমি বাংলা বুঝতে পারি। উইকেটকিপার পিছন থেকে বোলারকে নির্দেশ দিচ্ছিল আমার বিরুদ্ধে কীরকম বল করতে হবে। এদিকে আমি সব বুঝতে পারছিলাম ওরা বাংলায় কী কথা বলছে”, ধোনির এই কথা শুনে অনুষ্ঠান জুড়ে ওঠে হাসির রোল। পরে বাংলাদেশী ক্রিকেটারকে ব্যাপারটা বুঝতে পেরে বলেন, “আরে এতো (মহেন্দ্র সিং ধোনি) বাংলা বুঝতে পারে।”