CFL: মোহনবাগানের মুখোমুখি হচ্ছে ডায়মন্ডহারবার, কবে জেনে নিন

CFL Action Alert: গত কয়েক সপ্তাহ আগেই টুর্নামেন্টের সর্বাধিক পয়েন্ট সংগ্রহের ভিত্তিতে প্রিমিয়ার ডিভিশন লিগ জয় করে ফেলে মহামেডান স্পোর্টিং ক্লাব।  যারফলে, কয়েক দশক পর…

Mohun Bagan Faces Diamond Harbor FC

CFL Action Alert: গত কয়েক সপ্তাহ আগেই টুর্নামেন্টের সর্বাধিক পয়েন্ট সংগ্রহের ভিত্তিতে প্রিমিয়ার ডিভিশন লিগ জয় করে ফেলে মহামেডান স্পোর্টিং ক্লাব।  যারফলে, কয়েক দশক পর টানা তিনবার লিগ জয় করল ময়দানের এই সাদা-কালো ব্রিগেড। তবে এখনো পর্যন্ত ট্রফি তুলে দেওয়া হয়নি তাদের হাতে। কিন্তু চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে গেলেও এখনো পর্যন্ত বাকি থেকে গিয়েছিল সুপার সিক্সের বেশকিছু ম্যাচ।

যার মধ্যে মোহন-ইস্ট ডার্বি থেকে শুরু করে ভবানীপুর, ডায়মন্ডহারবার ও খিদিরপুর ক্লাবের একাধিক ম্যাচ। তবে গত কয়েকদিন আগে আইলিগ থেকে শুরু করে আইএসএল শুরু হয়ে যাওয়ার দরুন তা নিয়ে দেখা দিয়েছিল জটিলতা। তাছাড়া বহু আগে থেকেই রেলিগেশন রাউন্ডের ম্যাচ শুরু হয়ে গেলেও কলকাতা লিগের দুই প্রধানের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি থাকায় এই টুর্নামেন্ট শেষ করা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

তবে গতকাল কলকাতা লিগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ডায়মন্ডহারবার এফসির মুখোমুখি হয়েছিল মশাল ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ৪-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জয় করে নিয়েছিল বিনো জর্জের ছেলেরা। এবার সেই ফর্ম ধরে রেখেই পরবর্তীতে ম্যাচ গুলি জিততে চাইবে ইস্টবেঙ্গল। বিশেষ করে তাদের নজরে থাকবে ডার্বি ম্যাচ।

তবে তার আগে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির মুখোমুখি হতে চলেছে লাল-হলুদের পড়শি ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দল। নির্ধারিত সূচী অনুযায়ী আগামী ৪ নভেম্বর নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে বাস্তব রায়ের ছেলেরা। যতদূর জানা গিয়েছে বিকেল তিনটে থেকে শুরু হতে পারে এই ম্যাচ। এখন সেই দিকেই তাকিয়ে সবাই।

অপরদিকে, আগামীকাল ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুর এফসির ঘরের মাঠে খেলতে নামবে মোহনবাগান দল। গতকাল কলকাতার বুকে নিজেদের শেষ অনুশীলন করে আজ জামশেদপুর উড়ে গিয়েছে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। পুরো পয়েন্ট নিয়েই শহরে ফিরতে মরিয়া মেরিনার্সরা।