Mohun Bagan: বঙ্গীয় ফুটবল সংস্থাকে এবার চাপ সবুজ-মেরুন ম্যানেজমেন্টের

পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ নভেম্বর নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ও মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস…

Mohun Bagan Football fan

পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ নভেম্বর নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ও মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের। অনেক আগে থেকেই ডার্বি হওয়ার কথা থাকলে ও তা নিয়ে পরবর্তী সময়ে দেখা দেয় ধোঁয়াশা।

একটা সময় শোনা গিয়েছিল, ওই সময় নাকি ম্যাচ খেলতে রাজি নয় মোহনবাগান সুপারজায়ান্টস। যার অন্যতম কারন হিসেবে দেখানো হয়েছিল ২রা ডিসেম্বরের হায়দরাবাদ ম্যাচ। তবে পরবর্তীতে ডার্বি হওয়ার ক্ষীন ইঙ্গিত দেখা গিয়েছিল। সেইমতো মনে করা হচ্ছিল যে আগামী ৩০ তারিখ হয়ত নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে আয়োজিত হবে এই ফুটবল ডার্বি। তবে গতকাল থেকেই ম্যাচ নামাতে অস্বীকার করতে শুরু করে মোহনবাগান। তরফ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, সবুজ-মেরুন ব্রিগেডের তরফ থেকে ২৫ নভেম্বরের মধ্যে কলকাতা ফুটবল লিগের বাকি ম্যাচ গুলি আয়োজন করে শেষ করার কথা জানানো হয়েছিল। কিন্তু বাকিদের সাথে কথা বলে তা সম্পূর্ণ করা যায়নি। যারফলে, এমন সিদ্ধান্ত নিতে হয় তাদের। তাই টুর্নামেন্টের সূচী সংক্রান্ত বিষয় নিয়ে ও দেখা দিয়েছিল সমস্যা। তবে ম্যাচ যে আর পিছনো সম্ভব নয় সেই ভাবনায় অনড় থাকে আইএফএ। অন্যদিকে, এই ফুটবল সংস্থার দিকে রীতিমতো চাপ সৃষ্টি করে চলেছে ময়দানের এই প্রধান। এই মর্মে গতকাল বিশেষ চিঠি পাঠানো হয় তাদের তরফ থেকে।

যেখানে মূলত, নৈহাটিতে বড় ম্যাচ আয়োজনের নথি দেখতে চাওয়া হয় সবুজ-মেরুনের তরফ থেকে। পাশাপাশি ডার্বি ম্যাচের টিকিট সমর্থকদের উদ্দেশ্যে ছাড়ার ব্যাপারে ও প্রশ্ন করা হয় তাদের তরফ থেকে। এক কথায় বলতে গেলে এই মাসের শেষে যাতে ডার্বি এড়ানো যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে ম্যানেজমেন্ট। অন্যদিকে, ডার্বির তারিখ পেছাতে রাজি নয় আইএফএ।