MS Dhoni: ধোনির দায়ের করা প্রতারণার মামলায় নয়া মোড়

সমস্যায় পড়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বন্ধু মিহির দিবাকরের সংস্থা Arka Sports। আসলে ধোনি তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন। ধোনি দাবি করেছিলেন যে…

MS Dhoni

সমস্যায় পড়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বন্ধু মিহির দিবাকরের সংস্থা Arka Sports। আসলে ধোনি তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন। ধোনি দাবি করেছিলেন যে দিবাকর এমন ব্যবসায়ের প্রচারের জন্য তাঁর নাম ব্যবহার করছেন, যাতে তাঁর সায় ছিল না। আর্কা স্পোর্টস প্রাইভেট লিমিটেডের সৌম্য দাসের সঙ্গে মিলে ১৫ কোটি টাকার জালিয়াতি করার অভিযোগও এনেছিলেন তিনি।

এরপরই দিবাকর মহেন্দ্র সিং ধোনির তোলা অভিযোগ খারিজ করে দেন এবং প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে মানহানির মামলা করেন। দিবাকর ও সৌম্যর বিরুদ্ধে ধোনির দায়ের করা অভিযোগ খতিয়ে দেখেছে রাঁচির দেওয়ানি আদালত। দুই অভিযুক্তের বিরুদ্ধে এবার ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে।

গত ৫ জানুয়ারি আদালতে এই অভিযোগের শুনানি হয়েছিল। শুনানি চলাকালীন এই মামলায় ধোনির প্রতিনিধি সীমান্ত লোহানির বয়ান হলফনামায় রেকর্ড করা হয়। মিহির দিবাকর এবং সৌম্য দাসের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে বিবৃতি দিয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে জেনে রাখা ভালো, ধোনি যখনই কোনও সরকারি অনুষ্ঠানে যেতেন দু’জনকেই একসঙ্গে দেখা যেত। এমএস ধোনি ক্রিকেট অ্যাকাডেমি তৈরিতে ধোনির ঘনিষ্ঠ সহযোগী বলেও পরিচিত ছিলেন। সমস্যা সামনে আসার পর অনুমান করা হচ্ছে, চুক্তির অংশের বাইরে গিয়ে ধোনির ছবি বা লোগো ব্যবহার করে থাকতে পারেন দিবাকর। চুক্তির বাইরে গিয়ে আর্থিক লেনদেনের সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্প্রতি ধোনি তাঁর ব্যাটে পুরানো বন্ধু পরমজিতের প্রাইম স্পোর্টসের স্টোরের স্টিকার ব্যবহার করেছেন।