Sanjiban Ghosh: আইএসএল খেলা অভিজ্ঞ গোলকিপারকে দলে নিল রিয়াল কাশ্মীর

দুই বছরের চুক্তিতে রিয়েল কাশ্মীরে যোগ দিতে চলেছেন গোলকিপার সঞ্জীবন ঘোষ (Sanjiban Ghosh )। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে ক্লাবের তরফে। মুম্বই…

Sanjiban Ghosh

দুই বছরের চুক্তিতে রিয়েল কাশ্মীরে যোগ দিতে চলেছেন গোলকিপার সঞ্জীবন ঘোষ (Sanjiban Ghosh )। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে ক্লাবের তরফে।

মুম্বই এফসি’র হয়ে কেরিয়ার শুরু করেছিলেন সঞ্জীবন।তার দারুণ পারফরম্যান্স স্কাউটদের নজ‍র কেড়েছিল।এর ফলে আইএসএলের ক্লাব দিল্লি ডায়নামো’তে সুযোগ হয় এই গোলকিপারের।সেখানে আট ম‍্যাচ খেলেছিলেন, গোল হজম করেছিলেন ৫ টি। ২০১৭ সালে জামশেদপুর এফসি’তে যোগ দেন সঞ্জীবন। সেখানে দুই ম‍্যাচ খেলে তিনটি গোল হজম করেছিলেন।এরপর চেন্নাইয়িন এফসি’তে গেলেও একটিও ম‍্যাচ খেলার সুযোগ পাননি। গত মরশুমে নর্থইস্ট ইউনাইটেডে ছিলেন।

   

ভারতের বিশ্বকাপ কোয়ালিফায়ার দলে ছিলেন সঞ্জীবন। কিন্তু জাতীয় দলের জার্সি চাপানোর সুযোগ হয়নি তার। গত মরশুম আইলিগ’টা ভালো যায়নি রিয়াল কাশ্মীরের। একটা সময় অবনমনের আওতায় ছিলো এই ক্লাব।১৭ ম‍্যাচ খেলে মাত্র ১৪ পয়েন্ট সংগ্রহ করেছিল এই দল,দুটো ম‍্যাচে জয় সহ। শেষে ট্রাউ এফসির বিরুদ্ধে ড্রয়ের ফলে রিয়াল কাশ্মীরের অবনমন হয়নি। তাই নতুন মরশুমে ঘুরে দাড়াতে শক্তিশালী দল গঠনের উপর জোর দিচ্ছেন তারা।