Gardenreach : ‘ আমি আইন হাতে বসে নেই’ ফের গার্ডেনরিচ দায় এড়ালেন ফিরহাদ

গার্ডেনরিচে একাধিক ‘অবৈধ’ নির্মাণ। এর দায় কার ? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কিন্তু এই প্রশ্নের উত্তর নেই খোদ মেয়রের কাছেই। আজ তিনদিন পর ফের ঘটনাস্থল…

Firhad Hakim

গার্ডেনরিচে একাধিক ‘অবৈধ’ নির্মাণ। এর দায় কার ? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কিন্তু এই প্রশ্নের উত্তর নেই খোদ মেয়রের কাছেই। আজ তিনদিন পর ফের ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। সংবাদমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হয়ে তাঁর দায়সারা উত্তর, ” আমি আইন হাতে নিয়ে বসে নেই।”  অন্যদিকে ঘটনার তিনদিন পর নমুনা সংগ্রহ করতে যায় পুলিশ। সূত্রের খবর, নিম্নমানের সামগ্রী ব্যবহারে গড়ে উঠেছে বহুতল। ইতিমধ্যেই লালবাজার এই ঘটনার তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার আবার ঘটনাস্থল ঘুরে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ” আমি আইন হাতে বসে নেই।” উল্লেখ্য গার্ডেনরিচের আজহার মোল্লাবাগানে ৫ ফুটের উপর ৫ তলা বাড়ি কী করে গড়ে উঠল ? কীভাবে অবৈধ নির্মাণ ? এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ” আমি কী করে জানব ?” সবশেষে বলেন, ” মানুষের পাশে থাকতে হবে।”

ডেপুটি মেয়র অতীন ঘোষ মঙ্গলবার দাবি করেন যদি শহরে অবৈধ নির্মাণ হয়ে থাকে তাহলে তাঁর দায় কাউন্সিলরদের নিতে হবে। এই প্রসঙ্গে মেয়রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ”যে যা বলুক, এটা নিয়ে আর কিছু বলব না।” প্রথম থেকেই এই বিষয়ে ‘হাকিম বাবু’  ঘটনার দায় এড়াতে চাইছেন। প্রথমে তিনি বাম আমলের ঘাড়ে দোষ চাপালেন। পরে এই ঘটনাকে ‘সামাজিক ব্যাধি’ বলে উল্লেখ করেন। আপাতত এই ঘটনা নিয়ে ঘরে বাইরে চাপের মুখে ঘাসফুল শিবির।

বৃহস্পতিবার শহরে বিজেপির তরফ থেকে এই ঘটনার প্রতিবাদে মিছিল করা হয়। তারা মেয়দের পদত্যাগ দাবিতে অনড় গেরুয়া শিবির। শুধু তাই নয় তারা এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি জানিয়েছে। লোকসভা ভোটের মুখে গার্ডেনরিচকাণ্ড বিরোধী শিবিরের হাতে বাড়তি শক্তি জোগাল বলে মত রাজনৈতিক মহলের।