Purulia: পুলিশ দিয়ে চাপ দিলে আমরাও মূর্তি ধরব হুঁশিয়ারি নেপাল মাহাতোর

রাজ্য রাজনীতিতে বামেদের দাপটের সময়েও পুরুলিয়ায় (Purulia) কংগ্রেসের সংগঠন আগলে রেখেছিলেন৷ তেমনই তৃণমূল জমানাতেও আগলে রেখেছেন জেলার সংগঠন৷ বামেদের সঙ্গে জোট করে বিধানসভায় শূন্য হয়ে…

Purulia congress leader nepal mahata

রাজ্য রাজনীতিতে বামেদের দাপটের সময়েও পুরুলিয়ায় (Purulia) কংগ্রেসের সংগঠন আগলে রেখেছিলেন৷ তেমনই তৃণমূল জমানাতেও আগলে রেখেছেন জেলার সংগঠন৷ বামেদের সঙ্গে জোট করে বিধানসভায় শূন্য হয়ে যাওয়া কংগ্রেস পুরুলিয়ার আশ্চর্য প্রদীপ জ্বালাতে চলেছেন সেই নেপাল মাহাতো৷ যার উদাহরণ হতে চলেছে ঝালদা। অন্তত প্রাক্তন বিধায়কের বার্তায় তা কার্যত স্পষ্ট৷

নির্দল থেকে তৃণমূলে যাওয়া শীলা ভট্টাচার্য বৃহস্পতিবার ইস্তফা দিয়ে রাজ্য রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছেন৷ প্রয়াত তপন কান্দুর কারণে পুর নির্বাচনের ইতিহাসে জায়গা পাওয়া ঝালদাকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। পুরুলিয়ার লাল মাটিতে এই রাজনৈতিক বদলের শ্রেয় নেপাল মাহাতোকেই দিতে চাইছে দেশের সবচেয়ে পুরাতন দল৷

পুরসভা নির্বাচনের পর তপন কান্দুর খুনের ঘটনা শাসক দলকে চাপে ফেলে দিয়েছিল৷ পরে সেই ঝালদার মাটিতে পড়ে থেকে বদল ঘটান নেপাল মাহাতো৷ জুন মাসে উপনির্বাচনে তপন কান্দুর আসনে জয়লাভ করে কংগ্রেস৷ এখন রাজনৈতিক বদলের হাওয়া লাগতেই নেপাল মাহাতোর বার্তা, ওরা বলেছিল আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই৷ এখন ওরাই ৫-এ নেমে গেছে৷ পুলিশ দিয়ে চাপ তৈরি করলে নিজেদের মূর্তি ধরব৷

উল্লেখ্য, গত পুর নির্বাচনে ঝালদা পুরসভায় ৫ টি করে আসনে জয়লাভ করে তৃণমূল ও কংগ্রেস। ২ জন নির্দলের সমর্থনে পুরবোর্ড গঠন করে ঘাসফুল শিবির। এরই মধ্যে সোমনাথ কর্মকার, যিনি নির্দল কাউন্সিলর, কংগ্রেসের ৫ জনের সঙ্গে পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থার চিঠি দেন।বৃহস্পতিবার শেষ পেরেকটি পুঁতে দিলেন তৃণমূলের কাউন্সিলর এবং একদা নির্দল হয়ে জেতা শীলা চট্টোপাধ্যায়।

এই পুরসভা তৃণমূলের জন্য হাতছাড়া হওয়া সময়ের অপেক্ষা৷ কারণ, সোমনাথ কর্মকার ঘোষণা করেছেন তিনি কংগ্রেসে যোগদান করবেন৷ সেই তালিকায় যুক্ত হয়েছে শীলা চট্টোপাধ্যায়ের নাম৷ ব্যক্তিগত কারণে তৃণমূল ছাড়বেন বলে ঘোষণা করে দিয়েছেন ৩ নম্বর ওয়ার্ডেত কাউন্সিলর। শোনা যাচ্ছে, তিনি এবার কংগ্রেসকে সমর্থন করবেন৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এটা তৃণমূলের জন্য বিরাট ধাক্কা।