IPL 2024 : ধোনির থেকে আইপিএলে বেশি ম্যাচ খেলেছেন ৩ ক্রিকেটার

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর রোমাঞ্চ আরও একবার শুরু হতে চলেছে। টুর্নামেন্ট শুরু হতে এখন এক মাসেরও কম সময় বাকি। প্রথম ধাপের সূচি প্রকাশ করেছে ভারতীয়…

IPL 2024

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর রোমাঞ্চ আরও একবার শুরু হতে চলেছে। টুর্নামেন্ট শুরু হতে এখন এক মাসেরও কম সময় বাকি। প্রথম ধাপের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এতে ভক্তদের আগ্রহ বেড়েছে আরও কিছুটা। এবারের আইপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ মার্চ। এতে এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (CSK) এবং ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন আরসিবি (RCB) প্রথম ম্যাচে মুখোমুখি হবে। এবারের আইপিএল শুরু হওয়ার আগে যথারীতি শুরু হয়েছে পরিসংখ্যান নিয়ে নাড়াচাড়া।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ইনিংস খেলা খেলোয়াড় হলেন ভারতের রোহিত শর্মা, যিনি এর আগে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছেন। এবার তাঁর জায়গায় দলের নেতৃত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে এখনও পর্যন্ত ২৩৮টি ইনিংস খেলেছেন রোহিত শর্মা, যা সর্বোচ্চ। এই সময়ে ৬ হাজার ২১১ রান ও ১৫ উইকেট নেওয়ার কাজও করেছেন তিনি। দুই নম্বরে রয়েছেন বিরাট কোহলি, যিনি প্রথম থেকে এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের প্রতিটি মরশুমে আরসিবির হয়ে খেলছেন। আইপিএলে ২২৯ ইনিংস খেলে ৭ হাজার ২৬৩ রান করার পাশাপাশি ৪ উইকেটও নিয়েছেন বিরাট কোহলি।

এই দুই খেলোয়াড়ের পরেই উঠে আসবে দীনেশ কার্তিকের নাম। আইপিএলে ২২১ টি ইনিংস রয়েছে তাঁর ঝুলিতে। করেছেন ৪ হাজার ৫১৬ রান। এবার আরসিবির হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। চার নম্বরে মহেন্দ্র সিং ধোনির নাম। এবারেও সিএসকের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আইপিএলে ২১৮টি ইনিংস খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৫ হাজার ৮২ রান।

এই তালিকায় শিখর ধাওয়ানের নামও রয়েছে। আইপিএলে অনেক দলের হয়ে খেললেও বর্তমানে পাঞ্জাব কিংসের অধিনায়ক তিনি। আইপিএলে এখনও পর্যন্ত ২১৬ ইনিংস খেলে তাঁর ব্যাট থেকে এসেছে ৬ হাজার ৬১৭ রান। বিরাট কোহলির পর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সুরেশ রায়না ‘মিস্টার আইপিএল’ নামে পরিচিত। এখন তিনি অবসর নিয়েছেন। আইপিএলে ২০০ ম্যাচ খেলে ৫, ৫২৮ রান করেছেন এবং মোট ২৫ টি উইকেটও রয়েছে তাঁর নামে।