Ranji Trophy : শতরান করে মুম্বইকে জেতালেন ১০ ও ১১ নম্বরের ব্যাটসম্যান

রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024) মুম্বইয়ের (Mumbai) দুই ক্রিকেটার সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। সাধারণত দেখা যায় ব্যাটিং লাইন আপে থাকা ১০ ও ১১ নম্বরে থাকা…

ranji trophy

রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024) মুম্বইয়ের (Mumbai) দুই ক্রিকেটার সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। সাধারণত দেখা যায় ব্যাটিং লাইন আপে থাকা ১০ ও ১১ নম্বরে থাকা ক্রিকেটারেরা ব্যাট হাতে বিশেষ দক্ষ হন না। তবে মুম্বইয়ের হয়ে ১০ ও ১১ নম্বর ব্যাট করতে নামা দুই ক্রিকেটার দারুণ পারফর্ম করেছেন।

বিস্ময়কর ঘটনা ঘটেছে রঞ্জি ট্রফি ২০২৪-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে। এই ম্যাচে মুখোমুখি হয় মুম্বই ও বরোদার দল। মঙ্গলবার ছিল এই ম্যাচের শেষ দিন। ঐতিহাসিক এই কীর্তি গড়েছেন মুম্বইয়ের ব্যাটসম্যানরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বই। প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে ৩৮৪ রান তোলে মুম্বই। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট হারিয়ে ৫৬৯ রান তোলে দল। এই ইনিংসে মুম্বাইয়ের ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানরা শতরানের ইনিংস খেলে সবাইকে চমকে দিয়েছেন।

মুম্বইয়ের হয়ে ১০ নম্বরে ব্যাট করতে নামেন তনুশ কোটিয়ান এবং ১১ নম্বরে তুষার দেশপান্ডে। দশম উইকেটে ২৩২ রানের জুটি গড়েন এই দুই ক্রিকেটার। এই সময়ে ১২৯ বলে ১২০ রান করেছেন তনুশ কোটিয়ান। ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে এই ইনিংস খেলেছেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তনুশ। এছাড়া ১২৯ বল খেলে ১২৩ রান করেছেন তুষার দেশপাণ্ডে। এ সময় তাঁর ব্যাট থেকে এসেছে ১০টি চার ও ৮টি ছয়। শেষ উইকেটে ২৩২ রানের জুটি ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম পার্টনারশিপ। এর আগে ১৯৯১-৯২ সালে রঞ্জি ট্রফির সেমিফাইনালে দশম উইকেটে ২৩৩ রানের পার্টনারশিপ রয়েছে।

মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচ অনেক দিন মনে রাখবে বরোদা। ঐতিহাসিক এই ইনিংসের সুবাদে আপাতত লাইমলাইটে এসেছেন তনুশ কোটিয়ান ও তুষার দেশপান্ডে। সোশ্যাল মিডিয়ায় সর্বত্র শুরু হয়েছে এই দুই ক্রিকেটারকে নিয়ে আলোচনা।