Monirul Molla: ভাঙরের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ‘বিস্ফোরক’ বেঙ্গালুরু ফুটবলার

বর্তমান সময়ে দাঁড়িয়ে বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে ভাঙর। বোমা, গুলি, ও সংঘর্ষে বিগত কয়েকটি নির্বাচনে এভাবেই বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে এই স্থান। তবে এবারের…

monirul molla football player

বর্তমান সময়ে দাঁড়িয়ে বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে ভাঙর। বোমা, গুলি, ও সংঘর্ষে বিগত কয়েকটি নির্বাচনে এভাবেই বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে এই স্থান। তবে এবারের পঞ্চায়েত ভোটে তা যেন সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে। যা নিয়ে ক্রমশ সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এবার সেই কথাই সকলের সামনে তুলে ধরলেন বছর আঠেরোর এক তরুণ। নাম মনিরুল মোল্লা (Monirul Molla)।

বাকি পাঁচটা সাধারণ মানুষের মতোই দারিদ্র্যকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন তিনি। ধ্যানজ্ঞান শুধুই ফুটবল। তাইতো সময়ের সাথে সাথে নিজের এলাকা ছাড়িয়ে কলকাতা ময়দানে উঠে আসা। সেখান বেশকিছু ছোটো ক্লাবে খেলার পর বেঙ্গালুরু এফসির রিজার্ভ দলের সুযোগ করে নেন মনিরুল।

   

তারপর কঠোর পরিশ্রম করে সিনিয়র টিম। এবার খেলছেন প্রিয় তারকা সুনীল ছেত্রীর সঙ্গে একই দলে। এবারের ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে যথেষ্ট নজর কেড়েছেন সকলের। তার চনমনে মনোভাবের দরুণ বেঙ্গালুরুর রিজার্ভ দল থেকে মেইন দলে আসার রাস্তা অনেকটাই প্রশস্ত করে। গত সেই ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যথেষ্ট অকপট দেখায় তাকে। ভাঙরের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তখন তো ওদিকে ঝামেলা চলছিল। এছাড়াও মা-বাবাকে নিয়ে যথেষ্ট চিন্তা হচ্ছিল। যে কেমন কি হচ্ছে। তাই নিয়মিত যোগাযোগ রেখেছি বাড়ির সঙ্গে।

পাশাপাশি সুনীল ছেত্রী কিভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন সে কথাও জানান মনিরুল। তিনি বলেন, “প্রথম প্রথম আমি একটা নার্ভাস ছিলাম। তবে সেই সময় ভারতীয় অধিনায়ক যথেষ্ট সাপোর্ট করেছেন। ভালো করে খেলার কথা জানিয়েছেন। সেইসাথে ট্রেনিং করার সময় বিভিন্ন পদ্ধতি সহ ফিনিশিং টাচের মতো বিষয়ে ও যথেষ্ট গুরুত্ব দেন। এছাড়াও মাঠের বাইরে ও তিনি যথেষ্ট সহযোগিতা করেন। ওনাকে দেখেই নিজেকে তৈরি করার চেষ্টা করছি।”