Mohun Bagan: সম্ভবত শুভাশিসের নেতৃত্বে আসন্ন ডার্বিতে নামছে বাগান

গত ৩ আগস্ট ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনা দলকে বড় ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস।

Subhasish Bose

গত ৩ আগস্ট ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনা দলকে বড় ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা দেখে খুশি সকলেই। তবে শুধুমাত্র ডুরান্ড কাপ কিংবা আইএসএল নয়। এবারের ফুটবল মরশুমে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে ও অংশ নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তাই অন্য দুই ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি এএফসি কাপের মতো সম্মানজনক মঞ্চেও ভালো পারফরম্যান্স করতে মরিয়া কলকাতার এই প্রধান।

সেজন্য গত মরশুমের সমস্ত ব্যর্থতা ও ভুল ভ্রান্তি দূরে ঠেলে দিয়ে একাধিক হাই প্রোফাইল ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করেছে সঞ্জীব গোয়েঙ্কার এই দল। অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে ইউরোপা লীগ খেলে আসা আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে ও যুক্ত করা হয়েছে এই দলের সঙ্গে। এছাড়াও কিছুদিন আগেই দলে সই করেছেন আরেক তারকা ফুটবলার ইউৎসে। এক কথায় বলতে গেলে দেশের জনপ্রিয় লিগের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফরম্যান্স করে ট্রফি জেতাই এখন অন্যতম লক্ষ্য মোহনবাগানের।

   

তবে সমস্যা দেখা দেখা দেয় ম্যাচের সময় সূচিতে। আগামী ১৬ আগস্ট এএফসি কাপের ম্যাচ খেলতে পারো এফসির মুখোমুখি হবে মোহনবাগান। বর্তমানে সেই দিকেই এখন বাড়তি নজর বাগান কোচের। কিন্তু এরই মধ্যে ৩রা আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে ডুরান্ড কাপ। প্রথম ম্যাচে সহজ জয় এলেও দ্বিতীয় ম্যাচে আইএসএলের নতুন দল পাঞ্জাব এফসি ও আগামী ১২ তারিখ ইমামি ইস্টবেঙ্গলের সাথে ডার্বি খেলতে হবে সবুজ-মেরুন দলকে।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের সেরা দল নামানোর ঝুঁকি আদৌও কতটা নিতে চাইবেন ফেরেন্দো, সেই নিয়েও দেখা দিয়েছিল সংশয়। অনেকেই মনে করেছিলেন এবারের কলকাতা লিগের মতো ডুরান্ডেও হয়ত নিজেদের ডেভলপমেন্ট লিগে খেলে আসা ফুটবলারদের নামাবে সবুজ-মেরুন। তবে শেষ জুনিয়র ফুটবলারদের রাখা হলেও একাধিক সিনিয়র ফুটবলারদের দেখা যায় প্রথম ম্যাচে।

অর্থাৎ সিনিয়র ও জুনিয়র ফুটবলারদের কম্বিনেশন নিয়েই খেলবে মোহনবাগান। সেক্ষেত্রে আসন্ন ডার্বিতে কামিন্স কিংবা সাদিকুর নামার সম্ভাবনা অনেকটাই যে কম, তা কিন্তু বলাই চলে। যতদূর জানা গিয়েছে, ফ্লোরেন্টিন পোগবার পাশাপাশি ব্রান্ডন হ্যামিলের মতো ফুটবলারদের মাঠে নামিয়ে ডার্বি জয়ের কথা ভাবতে পারেন ফেরেন্দো।

এক্ষেত্রে দলের পুরোনো ডিফেন্ডার তথা বাঙালি লেফট ব্যাক শুভাশিস বোসকে দেওয়া হতে পারে দলের দায়িত্ব। অর্থাৎ দলের এই পুরোনো ফুটবলারের নেতৃত্বে ডার্বি খেলতে নামতে পারে মোহনবাগান সুপারজায়ান্টস। ঠিক এমনটাই শোনা যাচ্ছে, সবুজ-মেরুনের অন্দর থেকে।