Transfer window: প্রভসুখান গিলের ভাইকেও এবার দলে টানছে ইস্টবেঙ্গল

দল বদলের (Transfer window) বাজারে এবার ফের সক্রিয় হয়ে উঠেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)।

Gursimrat Singh Gill

দল বদলের (Transfer window) বাজারে এবার ফের সক্রিয় হয়ে উঠেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কেরালা ব্লাস্টার্স থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে গোলরক্ষক প্রভসুখান গিলকে দলে চূড়ান্ত করেছে লাল-হলুদ ব্রিগেড। বিশেষ সূএ মারফত খবর, মোট ১.২ কোটি টাকার খসিয়ে এই প্রতিভাবান কে আনছে ইস্টবেঙ্গল। যা গোলরক্ষকদের মধ্যে থেকে বিরাট ট্রান্সফার ফি।

আসলে ইস্টবেঙ্গল দলের কাছে কমলজিতের মতো খেলোয়াড় থাকলেও তার একার উপর ভরসা করে আইএসএল অভিযান শুরু করার ভাবনা একেবারেই নেই কোচ কার্লোস কুয়াদ্রাত সহ দলের ম্যানেজমেন্টের। সেজন্য আরেক তারকা গোলরক্ষক কে চূড়ান্ত করেই মরশুম শুরু করার পরিকল্পনা ছিল দলের। এক্ষেত্রে কেরালা দল থেকে প্রভসুখানের আসতে কোনো রকমের আপত্তি না থাকলেও ট্রান্সফার ফি নিয়েই দেখা দিচ্ছিল যাবতীয় সমস্যা।

তা মিটিয়ে এবার চূড়ান্ত করা হল এই তরুণ গোলরক্ষ কে। তা বর্তমানে সকলেই জানে। তবে এখানেই শেষ নয়। এবার তার ভাই গুরসিমরাত সিং গিলকে ও নাকি নিজেদের দলে টানতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিশেষ সূত্র মারফত খবর ইতি মধ্যেই নাকি তার সঙ্গে ও কথাবার্তা এগিয়ে নিয়েছে ম্যানেজমেন্ট। এখন শুধু ঘোষনার অপেক্ষা। একটা সময় এআইএফএফ অ্যালিট অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন এই তারকা ফুটবলার। পরবর্তীতে বেঙ্গালুরু এফসির পাশাপাশি নর্থইস্ট ইউনাইটেডের হয়ে ও খেলেন গুরসিমরাত। পরবর্তীতে বেঙ্গালুরু ইউনাইটেডের হয়ে খেলেন আইলিগ। তার পরের বছর সুদেবা দিল্লির হয়ে খেলে চলে আসেন এটিকে মোহনবাগান দলে।

বছর খানেক পর তাকে দলে তুলে নেয় রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। বর্তমানে এই দলের তরফ থেকে চুক্তি নবীকরণ না করার ফলে ফ্রি এজেন্ট ছিলেন এই তারকা। সেই সুযোগ কাজে লাগিয়েই তাকে দলে টানছে ইস্টবেঙ্গল। বলাবাহুল্য, শেষ মরশুম মুম্বাই সিটির হয়ে খেললেও বেঙ্গালুরু এফসি তে কাটিয়েছেন অনেকটা সময়। সুনীল ছেত্রীদের হয়ে ফেডারেশন কাপ জেতার পাশাপাশি হিরো আইএসএল জিতেছেন এই তারকা। লাল-হলুদের বর্তমান কোচ কার্লোস কুয়াদ্রাতের অধীনে খেলেছেন বহু সময়। এমনকি মুম্বাই সিটি এফসির হয়ে শেষ মরশুমে জিতেছেন লিগ শিল্ড ট্রফি। যা থেকে বোঝাই যায় তার পারফরম্যান্স। তাই সবদিক বিবেচনা করেই এবার এই বছর ছাব্বিশের সেন্টার ব্যাক কেই দলে টানছে মশাল ব্রিগেড।