Sunil Gavaskar: লিটল মাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা মাস্টার ব্লাস্টারের

১০ জুলাই ২০২৩- ৭৪এ পা দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। “লিটল মাস্টারের” জন্মদিনে এসেছে অসংখ্য শুভেচ্ছাবার্তা।

Sachin Tendulkar Sunil Gavaskar

১০ জুলাই ২০২৩- ৭৪এ পা দিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। “লিটল মাস্টারের” জন্মদিনে এসেছে অসংখ্য শুভেচ্ছাবার্তা।

হাজারো ভক্তের মাঝে এক ভক্তের নাম উল্লেখ না করলেই নয়। তিনি আর কেউ নন, ভারতের “মাস্টার ব্লাস্টার” তথা ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকাল। টুইট করলেন, “আমার ব্যাটিং আইডলকে জন্মদিনের শুভেচ্ছা, এই সেই মানুষটি আমরা সবাই বড় হয়ে যাঁর মতো ব্যাটিং করতে চেয়েছিলাম। শুভ জন্মদিন, গাভাস্কার স্যার!”

   

১৯৮৩ সালের ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের একজন বিশিষ্ট সদস্য, গাভাস্কার এককালে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড করেছিলেন। লাল বলের ক্রিকেটে তাঁর রয়েছে ১০,০০০-এর বেশি রান। ৪৫টি হাফ সেঞ্চুরি এবং ৩৪টি সেঞ্চুরি করে তাঁর ক্রিকেট জীবন ইতি করেন।

ক্রিকেটীয় পরিভাষায় এই সংখ্যাটি পাহাড়প্রমাণ! বিশেষত কাদের বিরুদ্ধে সেই রানগুলি এসেছিল, ভাবলেই শিউরে ওঠে! মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার, জেফ থম্পসন এবং ডেনিস লিলির মতো কিছু অসামান্য বোলারদের বিরুদ্ধে এসেছিল ১০, ১২২টি রান।