India-Pakistan match: ‘জাত চেনানোর লড়াইতে’ রোহিত শর্মার ইঙ্গিতপূর্ণ মন্তব্য

২৮ আগস্ট বাইশ গজে ভারত-পাকিস্তান (India-Pakistan match) দ্বৈরথ। এর আগেই মাইন্ড গেম শুরু হয়ে গিয়েছে। শনিবার রোহিত শর্মা ভারত -পাকিস্তান ম্যাচকে “হাই প্রেসার গেম” বলে…

Rohit Sharma

২৮ আগস্ট বাইশ গজে ভারত-পাকিস্তান (India-Pakistan match) দ্বৈরথ। এর আগেই মাইন্ড গেম শুরু হয়ে গিয়েছে। শনিবার রোহিত শর্মা ভারত -পাকিস্তান ম্যাচকে “হাই প্রেসার গেম” বলে উল্লেখ করেছে।

পাশাপাশি রোহিত আরও বলেন,তিনি নিজে এবং হেডকোচ রাহুল দ্রাবিড় খেলোয়াড়দের সঙ্গে নিবিড়িভাবে যোগাযোগ রেখে চলেছে সঙ্গে এই ম্যাচকে শুধুমাত্র একটি ম্যাচ হিসেবে বিবেচনা করা ও প্রতিপক্ষের মোকাবিলা করার ওপরে জোর দিয়েছেন। প্রসঙ্গত, গত টি-২০ বিশ্বকাপে এই দুবাই’র মাটিতেই বাবর আজম বাহিনীর বিরুদ্ধে ১০ উইকেটে হারের মুখ দেখতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানের প্রথম জয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে সীমান্তের কাঁটাতারের দুই দিকের জনতা আনন্দ আর হতাশার অতল সাগরে ডুব দিয়েছিল।

স্বভাবতই, মেন ইন ব্লু’র কাছে এশিয়া কাপ বড় চ্যালেঞ্জ দুবাই’র মাটিতে পাকিস্তানকে হারিয়ে মধুর প্রতিশোধ নেওয়ার।অন্যদিকে, পাকিস্তানের কাছেও এশিয়া কাপের ২৮ আগস্ট ম্যাচ আরেকটা অ্যাসিড টেস্ট। কেননা, টি-২০ বিশ্বকাপে ভারতকে বড় ব্যবধানে হারানোর পরেও বাবর আজমদের কটাক্ষ শুনতে হয়েছিল যে, তারা ফ্লুকে জিতেছে বিরাট বাহিনীর বিরুদ্ধে। তাই এশিয়া কাপের মঞ্চ পাকিস্তানের কাছে সমালোচকদের মুখ বন্ধ করার সেরা মঞ্চ হয়ে উঠতেই পারে টিম ইন্ডিয়াকে হারিয়ে য,দুবাই’র মাটিতে প্রথম জয়ের মতো এবারের বিষয়টিও ফ্লু’কে ঘটেনি।

এশিয়া কাপে ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। রাহুল দ্রাবিড়ের ছেলেরা পাকিস্তানের বিরুদ্ধে মারণকামড় বসাবেই তার জন্য ক্রিকেট বিশেষঞ্জ হওয়া মোটেও জরুরি নয়। মাঠ-ময়দান থেকে শুরু করে মহল্লার অলিগলির চায়ের দোকানে তর্কের গরম পেয়ালার দাবি একটাই,বাইশ গজে পাকিস্তানকে হারানোর।

রোহিত শর্মার কথায়,”সবাই বিশেষ করে ভারত বনাম পাকিস্তানের খেলা দেখে। নিঃসন্দেহে, এটি একটি হাই প্রেসার গেম কিন্তু গ্রুপের মধ্যে, আমরা একটা স্বাভাবিক পরিবেশ তৈরি করতে চাই এবং নিজেদের মধ্যে এই খেলাটিকে হাইপ করতে চাই না। আমাদের কাছে এটা শুধুই একটা ক্রিকেট খেলা। আমার এবং রাহুল ভাইয়ের পক্ষে খেলোয়াড়দের এটাই বলার যে এটা কেবল আরেকটা প্রতিপক্ষ”। আসলে ভারতীয় খেলোয়াড়রা যাতে কোনভাবেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে আন্ডার প্রেসার অর্থাৎ মানসিক চাপের মধ্যে না পড়ে,ড্রেসিংরুমের পরিবেশে এই ম্যাচকে ঘিরে যাতে কোন ধরনের গুমোট পরিস্থিতি না তৈরি হয় তার জন্যই রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচকে কোনও বাড়তি গুরুত্ব দিতে নারাজ। সঙ্গে প্রতিপক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর কৌশল যে, দেখো আমরা তোমাদেরকে (পাকিস্তান) বাড়তি কোনও গুরুত্ব না দিয়ে শুধুই এক প্রতিপক্ষ হিসেবে দেখছি। এই মাউন্ড গেম,নার্ভের লড়াই আবার বলা চলে প্রতিপক্ষের ওপরে চাপ বাড়ানোর একটা কৌশল ; হাইভোল্টেজ ম্যাচের এটাই আসল খেলা মাঠে নামার আগে থেকেই নিজেদের ওপর কোনও চাপ না রেখে পুরোটাই প্রতিপক্ষর ঘাড়ে চাপিয়ে দিয়ে খেলায় বল গড়ানোর আগেই একধাপ এগিয়ে থাকা।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট খুব ঠাণ্ডা মাথায় ছক কষে এই গেমপ্যান সাজিয়েছে যাতে ২৮ আগস্ট ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই পাকিস্তানি ক্রিকেটাররা হাই প্রেসার গেমের চাপে পড়ে খেই হারিয়ে ফেলে,ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে এভাবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এগোতে পারলে অর্ধেক খেলা বাইশ গজে বল গড়ানোর আগেই শেষ হয়ে যাবে।প্রসঙ্গত,এশিয়া কাপে ভারত- পাকিস্তান দুই দলই কিন্তু নিজেদের সেরা অস্ত্রদের ছাড়াই মহারণে নামতে চলেছে।

ভারত যেভাবে মহম্মদ সামি,জসপ্রীত বুমরাহের সার্ভিস পাবে না,অন্যদিকে পাকিস্তান টিমও তাদের পেস অ্যাটাকার শাহিন শাহ আফ্রিদিকে পাবে না,কেননা শনিবার জানা গিয়েছে পাক জোরে বোলার হাঁটুতে চোট পেয়েছেন তাই রিহ্যাবিলিটেশন যেতে হবে শাহিন শাহ আফ্রিদিকে।এককথায়, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলই কিন্তু নিজেদের সেরা বোলারদের ছাড়াই দুবাই’র বাইশ গজে নামতে চলেছে জাত চেনানোর জন্য।