Himachal Pradesh: বিশ্বকাপের আগে ধর্মশালায় জঙ্গিদের ‘খালিস্তান জিন্দাবাদ’ পোস্টারে চরম উত্তেজনা

ক্রিকেট বিশ্বকাপের আসরে হামলার হুমকি দিয়েছে খালিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিস। এই শিখ জঙ্গি সংগঠনটির হুমকির পরপর (Himachal Pradesh) হিমাচলে পড়ল খালিস্তান জিন্দাবাদ স্লোগান। রাত…

ক্রিকেট বিশ্বকাপের আসরে হামলার হুমকি দিয়েছে খালিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিস। এই শিখ জঙ্গি সংগঠনটির হুমকির পরপর (Himachal Pradesh) হিমাচলে পড়ল খালিস্তান জিন্দাবাদ স্লোগান। রাত পোহালেই ওয়ার্ল্ড কাপ। বিশ্বজোড়া উন্মাদনা তুঙ্গে। তবে বুধবার ধর্মশালায় জলশক্তি বিভাগের ভবনের দেওয়ালে ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগান আঁকা দৃশ্য নজরে এসেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কাংড়ার পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী বলেছেন যে, কিছু অসৎ মানুষ স্লোগানটি স্প্রে-পেইন্ট করেছে এবং মঙ্গলবার রাতে কর্তৃপক্ষকে এটি সম্পর্কে জানানো হয়েছিল। তিনি বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে, দেয়ালটি আবার রং করা হয়েছে। অগ্নিহোত্রী আরো বলেছেন, একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনার পিছনে কারা ছিল তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে, যোগ করেছেন।

হিমাচল সরকারের কর্মকর্তারা জানান, উদ্বেগের কারণ হল, ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ। ২০২৩ এর অক্টোবরে ধর্মশালায় নির্ধারিত হয়েছে এবং দলগুলো শহরে আসতে শুরু করেছে।

কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যাকান্ডের সঙ্গে সে দেশের সরকার ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর ভারতে শিখদের জন্য ‘খালিস্তান’ নামে আলাদা রাষ্ট্রের দাবিটি নতুন করে আবার আলোচনায় এসেছে। গত জুন মাসে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যার ঘটনায় ভারত জড়িত থাকতে পারে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।তার এই অভিযোগের পর ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে।ভারত অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘অবিশ্বাস্য’ হিসেবে আখ্যায়িত করেছে।