Rahul Gandhi: বিরাট বড় প্রতিশ্রুতি, গরিব মহিলাদের অ্যাকাউন্টে বছরে ১ লক্ষ টাকা!

দুয়ারে লোকসভা নির্বাচন৷ বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের কাজের খতিয়ান যেমন তুলে ধরছে, তেমনই প্রকাশ করছে ইস্তেহার পত্র৷ কারণ, মানুষ কাজ দেখে তবেই তো সিদ্ধান্ত নেবে,…

money to poor woman

দুয়ারে লোকসভা নির্বাচন৷ বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের কাজের খতিয়ান যেমন তুলে ধরছে, তেমনই প্রকাশ করছে ইস্তেহার পত্র৷ কারণ, মানুষ কাজ দেখে তবেই তো সিদ্ধান্ত নেবে, কুর্সিতে কাকে বসাবে৷ তাই রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন৷ কিন্তু এরই মধ্যে একটা বড়সড় প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷

কী প্রতিশ্রুতি?
রাজস্থানের এক জনসভায় রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিলেন যে, ক্ষমতায় এলেই প্রতিটি দরিদ্র পরিবারের একজন করে মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে৷ এত করে সহজেই মুছে ফেলা যাবে দারিদ্র৷ রাহুল বলেন, ‘কংগ্রেস সরকার দেশের প্রতিটি গরিব পরিবারের একজন করে মহিলার অ্যাকাউন্টে বছরে এক লক্ষ টাকা পাঠাবে। দারিদ্রসীমার নিচে যাঁরা থাকবেন, প্রতি বছর ১ লক্ষ টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকে পড়বে। আর এক ঝটকায় দেশ থেকে দারিদ্র মুছে দেওয়া হবে।’

উল্লেখ্য, সাড়ে পাঁচ দশক আগে নির্বাচনী প্রচারে ‘গরিবি হটাও’ রব তুলেছিলেন ইন্দিরা গান্ধী। এবার ঠাকুমার দেখানো পথেই হাঁটলেন কংগ্রেস সাংসদ রাহুল৷ কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারেও এই মর্মে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ যতদিন পর্যন্ত না দারিদ্রসীমার উপরে উঠে আসছে ওই পরিবার, তত দিন পর্যন্ত অ্যাকাউন্টে ওই টাকা ঢুকতে থাকবে৷

রাহুল দাবি করেছেন, বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে শিল্পপতিদের থেকে টাকা নিয়েছে, অথচ কংগ্রেসের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হয়েছে। তাঁর মতে, আসন্ন লোকসভা নির্বাচন আসলে ২০-২৫ জন কোটিপতি মানুষের সঙ্গে সাধারণ খেটে-খাওয়া গরিব মানুষদের লড়াই। ওয়েনাড়ের বিদায়ী সাংসদ রাহুল ফের একবার স্পষ্ট করে জানিয়ে দেন, কংগ্রেস ক্ষমতায় এলে নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিগুলি পালন করা হবে।