Monday, December 8, 2025
HomeSports NewsMohun Bagan: চোট সারিয়ে পরের ম্যাচেই মাঠে ফিরতে পারেন বাগানের দুই তারকা

Mohun Bagan: চোট সারিয়ে পরের ম্যাচেই মাঠে ফিরতে পারেন বাগানের দুই তারকা

- Advertisement -

একের পর এক চোট সমস্যা। মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে বলা হচ্ছে মিনি হাসপাতাল। প্রথম একাদশের হয়ে খেলা প্রায় ৯ জন ফুটবলার চোটের কবলে পড়েছেন। ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে সমস্যা আরও বড় আকার ধারণ করেছিল। এরই মধ্যে কিছুটা আশার আলো বাগানে।

   

আরও পড়ুন: Mohammedan SC: গোকুলাম ম্যাচের পর কী বললেন সাদা-কালো দলের কোচ?

ধারাবাহিক চোট সমস্যার কারণে রিজার্ভ বেঞ্চের ওপর আস্থা রাখতে হচ্ছে মোহন বাগান সুপার জায়ান্টকে। ভাঙা দল নিয়ে বিগত কয়েক ম্যাচ খেলেছেন সবুজ মেরুন ব্রিগেড। মাঠের বাইরে ছিলেন আক্রমণভাগের একাধিক ফুটবলার। গোল করার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল আগামী। সামনের ম্যাচ থেকে এই সমস্যা কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Mohun Bagan: চোট গুরুতর নয় সবুজ-মেরুনের এই তারকার, জানুন

চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেন মোহন বাগান সুপার জায়ান্টের দুই ফুটবলার মনভীর সিং ও দিমিত্রি পেত্রাতস। গতকাল দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করেছেন দুই ফুটবলার। আশা করা হচ্ছে ইন্ডিয়ান সুপার লীগের আগামী ম্যাচে এই দুই ফুটবলারকে মাঠে নামাতে পারবেন বাগান কোচ হুয়ান ফেরান্ডো। মনভীর ও দিমিত্রি না থাকায় দলের আক্রমণ ভাগকে কিছুটা দুর্বল দেখিয়েছিল।

আরও পড়ুন: East Bengal: লাল-হলুদ জার্সিতে খেলা হল না বাংলাদেশি ফুটবলারের

ভারতের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মনভীর সিং। পরপর বেশ কয়েক কয়েকটি ম্যাচে খেলা পারেননি তারপর। চোট পাওয়ার আগে মনভীর ফর্মে ছিলেন। দিমিত্রি চোট পেয়েছিলেন ক্লাবের হয়ে অনুশীলন করার সময়। তার আগেও ফিটনেস নিয়ে কিছু সংশয় ছিল। শেষ পর্যন্ত তিনিও বাগানের হয়ে বিগত কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। আগামী ১৫ ডিসেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহন বাগান সুপার জায়ান্টের ম্যাচ রয়েছে। আশা করা হচ্ছে এই দুই তারকা এবার মাঠে ফিরতে পারবেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular