Mohun Bagan: এফসি গোয়ার এই তরুণ ফুটবলারের দিকে নজর বাগানের

মরশুমের শুরুটা যথেষ্ট ভালো হলেও ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকেই ছন্দ হারাতে থাকে মোহনবাগান (Mohun Bagan)। যার প্রভাব দেখা যেতে থাকে এএফসি কাপের মতো ফুটবল…

Saviour Gama

মরশুমের শুরুটা যথেষ্ট ভালো হলেও ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকেই ছন্দ হারাতে থাকে মোহনবাগান (Mohun Bagan)। যার প্রভাব দেখা যেতে থাকে এএফসি কাপের মতো ফুটবল টুর্নামেন্টে। গতবছর এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে দল পৌঁছলে ও এবছর অধিক শক্তিশালী দল নিয়ে ও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাদের পক্ষে।

যারফলে, ছিটকে যেতে হয়েছে একেবারে প্রথম দিকে। যা নিয়ে প্রবল হতাশ ছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। পরবর্তীতে ওডিশা ম্যাচে আর্মান্দো সাদিকুর গোলে মান রক্ষা হলেও পরবর্তীকালে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এফসি গোয়ার মতো দলের বিপক্ষে একেবারে তথৈবচ অবস্থা দেখা দেয় ময়দানের এই প্রধান। হাতে কয়েকটা দিন তারপরেই আইএসএলের আরেক শক্তিশালী দল তথা কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে ফেরেন্দোর ছেলেরা।

তবে এই লড়াই যে খুব একটা সহজ হবে না তা বলার অপেক্ষা রাখে না। পরিসংখ্যান অনুযায়ী এফসি গোয়া এই মুহূর্তে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকলেও তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে কেরালা। তাই পরবর্তী ম্যাচ জিতে প্রথম স্থানের লড়াইতে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকবে প্রবলভাবে। তাই এই ম্যাচ নিয়ে ও যথেষ্ট চিন্তায় রয়েছেন সকলে। অপরদিকে আবার নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে সুপার কাপ। গতবছর ওডিশা এফসি ট্রফি জেতার সুবাদে এবার সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই অনুশীলনে নেমে পড়বে সবুজ-মেরুন ব্রিগেড। আইএসএলের তথৈবচ পারফরম্যান্স ভুলে এবারের এই টুর্নামেন্ট থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ময়দানের এই প্রধানের।

তার আগে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের ভুল ত্রুটি শুধরে নিতে মরিয়া বাগান ম্যানেজমেন্ট। পাশাপাশি দলের ব্যাকআপ হিসেবে একাধিক ফুটবলারদের নিতে চাইছে দল। এক্ষেত্রে আনোয়ার আলির পাশাপাশি আশিষ রাইয়ের মতো ফুটবলারদের ও ব্যাকআপ খুঁজতে মরিয়া দল। এক্ষেত্রে তাদের নজর গিয়ে পড়েছে এফসি গোয়ার তরুণ তারকা সেভিয়ার গামার দিকে। চলতি মরশুমে মানালো মার্কেজের দলে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছেন এই তরুণ তারকা। সেজন্য আগত উইন্ডোতে তাকে দলে চাইছে সবুজ-মেরুন শিবির। তবে এখনো পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত না হলেও মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু।