ISL League Shield: জিরো থেকে হিরো, শিল্ড জয়ের কান্ডারী জেসন কামিন্স

শেষ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ (ISL League Shield) জয় করেছিল মোহনবাগান সুপারজায়ান্টস দল। কিন্তু অল্পের জন্য হাতছাড়া হয়েছিল এই টুর্নামেন্টের শিল্ড। সেই নিয়ে প্রবল হতাশা…

Jason Cummings

শেষ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ (ISL League Shield) জয় করেছিল মোহনবাগান সুপারজায়ান্টস দল। কিন্তু অল্পের জন্য হাতছাড়া হয়েছিল এই টুর্নামেন্টের শিল্ড। সেই নিয়ে প্রবল হতাশা ছিল সকলের মধ্যেই। নতুন মরশুমে অন্যান্য খেতাব জয়ের পাশাপাশি এই শিল্ডের দিকেই নজর ছিল সবুজ-মেরুন ব্রিগেডের।

সেইমতো বেশ কিছু বদল আনা হয় গোটা দলের মধ্যে। বাদ দেওয়া হয় গতবারের ট্রফি জয়ী অধিনায়ক প্রীতম কোটালকে। ‌ ট্রান্সফারের মাধ্যমে সাহাল আব্দুল সামাদকে আনার পরিবর্তে কেরালায় পাঠানো হয় এই বাঙালি ফুটবলারকে। যা সেই সময় খুব একটা ভালোভাবে নেয়নি দলের সমর্থকরা। তবে শুধু ভারতীয় ফুটবলার নয়, বিদেশি ফুটবলারদের আনার ক্ষেত্রেও যথেষ্ট চমক দেয় এই প্রধান।

এবছর স্কোয়াডে যুক্ত করা হয় অজি ফুটবলার জেসান কামিন্সকে। পাশাপাশি ফরোয়ার্ড লাইনে শক্তি বাড়াতে আনা হয় আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে। উল্লেখ্য, শেষ ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ছিলেন কামিন্স। এমনকি নিজের দেশের দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়েও যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল এই তারকার। সেখানকার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করে ট্রফি দিয়েছিলেন তিনি। সেজন্য, সব দিক বিবেচনা করেই তাকে দলে টেনে ছিল মোহনবাগান। ‌ কিন্তু

প্রথমদিকে দলের সঙ্গে মানিয়ে নিতে যথেষ্ট সময় লেগেছিল এই ফুটবলারের। যার দরুন, একটা সময় দলের সমর্থকদের তরফ থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছিল অজি বিশ্বকাপারকে নিয়ে। পেনাল্টি থেকে গোল করার জন্যই তাকে নিয়ে রসিকতা করতে শুরু করেছিল অনেকে।

এমন পরিস্থিতিতে আইএসএলের দ্বিতীয় লেগের শুরুতে অনেকেই ভেবেছিলেন যে এবার হয়তো দল থেকে বিদায় নিতে পারেন কামিন্স। তবে সময় যত এগিয়েছে ততই নিজের জাত চিনিয়েছেন তিনি। সময়ের সাথে সাথে গোল সংখ্যা বাড়ানোর পাশাপাশি অ্যাসিস্ট এবং অ্যাপিয়ারেন্সে ও যথেষ্ট নজর কেড়েছেন তিনি। এমনকি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও গোল এসেছে তার পা থেকে।

প্রথমদিকে লিস্টন কোলসোর গোলে দল এগিয়ে থাকলেও পরবর্তীতে ব্যবধান বাড়ান এই অস্ট্রেলিয়ান ফুটবলার। বলতে গেলে তার গোলেই শিল্ড নিশ্চিত হয়েছে মোহনবাগানের। এতদিন ধরে নিন্দুকদের তরফ থেকে উঠে আসা নানা ব্যঙ্গ বিদ্রুপের যোগ্য জবাব যেন সেদিন দিয়ে দিলেন এই দাপুটে ফুটবলার। এবার চূড়ান্ত সাফল্য পাওয়ার দিকেই নজর সকলের।