ISL League Shield: শিল্ড জয়ের সুবাদে সবুজ-মেরুনকে শুভেচ্ছা জানাল ইস্টবেঙ্গল

গতকাল এক নয়া ইতিহাস সৃষ্টি করেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। এবারের ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড (ISL League Shield) চ্যাম্পিয়ন হয়েছে ময়দানের এই প্রধান। যারফলে, নয়া মরশুমে…

East Bengal Extends Congratulations to Mohun Bagan

গতকাল এক নয়া ইতিহাস সৃষ্টি করেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। এবারের ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড (ISL League Shield) চ্যাম্পিয়ন হয়েছে ময়দানের এই প্রধান। যারফলে, নয়া মরশুমে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করলো এই ফুটবল ক্লাব। এবার এএফসি চ্যাম্পিয়নস লিগের লড়াই বাগান ব্রিগেডের।

যা নিয়ে স্বাভাবিকভাবেই খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে। গত বছর এই টুর্নামেন্টের শিল্ড অল্পের জন্য হাতছাড়া হয়েছিল মোহনবাগানের। কিন্তু এবার নিজেদের সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে সফল হয়েছে শুভাশিসরা। যা স্বাভাবিকভাবেই গর্বিত করেছে বঙ্গের ফুটবলপ্রেমী মানুষদের।

উল্লেখ্য, এবারের ফুটবল মরশুমের শুরু থেকেই পাল্লা ভারী থেকেছে বাংলার। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হোক কিংবা জনপ্রিয় সুপার কাপ। দুটি ট্রফিই ঘরে তুলেছে বাংলার দুই ফুটবল ক্লাব। একটি মোহনবাগান। অন্যটি ইমামি ইস্টবেঙ্গল। পরবর্তীতে আইলিগের মত টুর্নামেন্ট ও চলে আসে বাংলার বুকে। কয়েকদিন আগেই এই খেতার জয় করেছে তৃতীয় প্রধান দল মহামেডান স্পোর্টিং ক্লাব।

তারপর গতকাল ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে লিগশিল্ড জয় করেছে সবুজ-মেরুন ব্রিগেড। বলতে গেলে এখনো পর্যন্ত সর্বভারতীয় স্তরে যে কটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে তার সিংহভাগ এসেছে এই বাংলার বুকে। যা নিঃসন্দেহে বঙ্গীয় ফুটবলের উন্নয়নের কথাই বহন করে।

তাছাড়া এই খেতাব জয়ের সুবাদে আগামী ফুটবল মরশুমে একসাথে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ময়দানে দুই প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। যা বিরল একটি ঘটনা। পড়শীদের এমন অভূতপূর্ব সাফল্যের কথা মাথায় রেখেই আজ কিছু ঘণ্টা আগে ফুল-মিষ্টির পাশাপাশি বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠানো হয় ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে। ইস্টবেঙ্গল থেকে পাঠানো সেই মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দেওয়া হয় বাগান সচিব দেবাশীষ দত্তের হাতে। যা সহজেই মন জয় করেছে দুই প্রধানের সমর্থকদের।