Asia Cup: ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে চোট সমস্যায় শ্রীলঙ্কার সেরা স্পিনার

চলতি এশিয়া কাপে (Asia Cup) চোটের কবলে পড়া ২৩ বছর বয়সী তারকা স্পিনার মহেশ থিকসানাকে (Maheesh Theekshana) নিয়ে বড় আপডেট দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

Maheesh Theekshana

চলতি এশিয়া কাপে (Asia Cup) চোটের কবলে পড়া ২৩ বছর বয়সী তারকা স্পিনার মহেশ থিকসানাকে (Maheesh Theekshana) নিয়ে বড় আপডেট দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সাদা বলের ক্রিকেটে ওয়ানিন্দু হাসারাঙ্গার পাশাপাশি শ্রীলঙ্কার প্রথম পছন্দের স্পিনার মোরাওয়াকাগে মহিশ থিকসানা অধিনায়ক দাসুন শানাকার পছন্দের খেলোয়াড়। তিনি ২০২৩ সালে ওয়ানডে ক্রিকেট ফরম্যাটে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। ১৫ ম্যাচে ১৭.৪৫ গড়ে নিয়েছেন ৩১ উইকেট।

এশিয়া কাপ ২০২৩-এর সবগুলো ম্যাচেই থিকসানা উইকেট নিলেও দুই ম্যাচে বেশ ব্যয়বহুল হয়েছেন তিনি। গত পাঁচ ম্যাচে তার বোলিং ফিগার- ১/৪১, ৩/৬৯, ২/১৯, ১/৬২ এবং ১/৪২ রেকর্ড করেছেন। এদিকে, বৃহস্পতিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর পর্বের পঞ্চম ম্যাচে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে হওয়া ম্যাচে চোট পান মহেশ থিকসানা।

   

ম্যাচের প্রথম ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে চোট পান ২৩ বছর বয়সী এই স্পিনার। মাঠে ঠিক করে হাঁটতে পারছিলেন না। তবে শেষ পর্যন্ত নিজের কাজ সম্পন্ন করেছিলেন । ৪২ ওভারের প্রতিযোগিতায় তার ৯ ওভারের স্পেলটি শেষ করেছিলেন। উক্ত ম্যাচের প্রথম ইনিংসের কয়েক ঘণ্টা পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এর পক্ষ থেকে জানানো হয়, থিকশানার ডান হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে এবং আগামীকাল তার স্ক্যান করা হবে। উল্লেখযোগ্যভাবে, শ্রীলঙ্কা ইতিমধ্যে তাদের চার জন মূল বোলারকে ছাড়াই টুর্নামেন্টে খেলছে। তারা নিশ্চই আশা করবে যে থিকসানার চোট যেন গুরুতর না হয়।