Diamond Harbour: অভিষেক বনাম ববি! ডায়মন্ড হারবারে কেন ববিতেই ভরসা BJP’র?

দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। বাংলায় গুরুত্বপূর্ণ বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে কারা লড়ছেন তা মোটামুটি বলা চলে সকলেরই জানা। তবে জানা ছিল না ডায়মন্ড হারবারে…

Abhishek and Abhijit

দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। বাংলায় গুরুত্বপূর্ণ বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে কারা লড়ছেন তা মোটামুটি বলা চলে সকলেরই জানা। তবে জানা ছিল না ডায়মন্ড হারবারে বিজেপি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের বিরুদ্ধে কাকে দাঁড় করাতে চলেছেন। যতই সময় যাচ্ছিল ততই পারদ চড়ছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি তার ১২তম প্রার্থী তালিকা প্রকাশ করল। আর সেই সঙ্গেই প্রকাশ্যে এল ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীর নাম। আসন্ন লোকসভা নির্বাচনে অভিজিৎ দাসের ওপরেই ভরসা রাখল গেরুয়া শিবির।

শিক্ষাগত যোগ্যতা বলতে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেন অভিজিৎ। এরপর ব্যাচেলর ইন লাইব্রেরি সায়েন্স ডিগ্রি, ২০২২ সালে এলএলবি করেন তিনি। আইন জগতের কাজের পাশাপাশি বহুদিন ধরেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত অভিজিৎ। আরএসএস-এর স্বেচ্ছাসেবকও ছিলেন ববি। কিন্তু তার ওপরে ফের ভরসা কেন?

এর আগে কখনও রুদ্রনীল ঘোষ, কখনওবা শঙ্কুদেব পণ্ডা, অথবা কৌস্তভ বাগচির নাম উঠে আসছিল ডায়মন্ড হারবারে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত টিকিট পেলেন বিজেপির দীর্ঘদিনের সক্রিয় সদস্য পেশায় আইনজীবী অভিজিৎ দাস ওরফে ববি। এই ববি যেমন দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি ছিলেন, তেমনই রেলের যাত্রী সুরক্ষা-স্বাচ্ছন্দ্য কমিটির সদস্যও ছিলেন। এর আগেও লোকসভা নির্বাচনে তিনি লড়েছিলেন অভিষেকের বিপরীতে, তবে অভিষেকের ধারেকাছেও যেতে পারেননি ভোটসংখ্যার নিরিখে।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই কেন্দ্র থেকে ভূমিপুত্রকেই অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করা হোক, এমনটাই চাওয়া হয়েছিল। সেক্ষেত্রে ডায়মন্ড হারবারের নাড়ি-নক্ষত্র জানা অভিজিতের। এর আগে লোকসভা নির্বাচনে লড়াই করার সুবাদে অভিজ্ঞতাও রয়েছে তাঁর। পশ্চিমবঙ্গে বাম আমলে যখন বিজেপির কার্যত কোনও অস্তিস্ত্ব ছিল না তখনও সংগঠন করেছেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, সংঘের প্রতি তাঁর আনুগত্য ও রাজনীতি, দু’টোই সমান গুরুত্ব দিয়ে করার পুরস্কার পেলেন অভিজিৎ।

কিন্তু তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টলাতে পারবেন অভিজিৎ? নাকি আরও বেশি ব্যবধানে এবার মুখ থুবড়ে পড়বেন? নাকি বিজেপি একপ্রকার হালই ছেড়ে দিল ডায়মন্ড হারবারে? চব্বিশে আদৌ কি ছবিটা বদলাবে? উত্তর পেতে আরও কিছুটা অপেক্ষা।