Hugo Boumous: মোদী-ম্যাক্রোঁর সঙ্গে নৈশভোজের আমন্ত্রণে সবুজ-মেরুন তারকা

ভারত ও ফ্রান্সের এই দুই মহান ব্যাক্তিত্বের সঙ্গে নাকি নৈশভোজের আমন্ত্রণ পেয়েছিলেন ভারতীয় ফুটবল ক্লাবের হয়ে খেলা এক বিদেশি তারকা। হ্যাঁ ঠিকই ই শুনেছেন। তিনি হুগো বুমোস (Hugo Boumous)।

Hugo Boumous

বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (French President Emmanuel Macron) সাক্ষাৎ ঘিরে রীতিমতো সরগরম আন্তর্জাতিক মহলে। প্রত্যেকদিনই উভয়ের আলাপচারিতা নতুন নতুন তথ্য উঠে আসছে সকলের সামনে। এবার উঠে আসল এক অবাক করার মতো বিষয়। জানা গিয়েছে, ভারত ও ফ্রান্সের এই দুই মহান ব্যাক্তিত্বের সঙ্গে নাকি নৈশভোজের আমন্ত্রণ পেয়েছিলেন ভারতীয় ফুটবল ক্লাবের হয়ে খেলা এক বিদেশি তারকা। হ্যাঁ ঠিকই ই শুনেছেন। তিনি হুগো বুমোস (Hugo Boumous)।

গত ফুটবল মরশুমে এটিকে মোহনবাগান দলের জার্সিতে খেলে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিলেন বুমোস। আগত নয়া মরশুমের কথা মাথায় রেখে এবার ও থেকে গিয়েছেন তার পুরোনো ক্লাবে। নিজের পুরোনো দলের হয়ে এবারও খেলতে দেখা যাবে এই তারকা ফুটবলার কে। কিন্তু হঠাৎ কেন এমন আমন্ত্রণ আসল বুমোসের কাছে? জানা গিয়েছে, আসলে চলতি বছরে বাস্তিল দিবস উদযাপনের জন্য সন্মানিয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীকে।

যেখানে উপস্থিত ছিলেন ইন্দো-ফ্রান্স সম্প্রদায়ের বিশেষ ব্যক্তিবর্গ সহ একাধিক কূটনীতিকরা। যাদের হাত ধরে উভয়ের সম্পর্ক যথেষ্ট মজবুত হয়েছিল। এই বিশেষ অতিথিদের জন্য পাঠানো হয়েছিল একটি আকর্ষণীয় কার্ড। যার মধ্যে একটি এসে উপস্থিত হয়েছিল মোহনবাগান দলের এই তারকা ফুটবলারের কাছে। আজ ঘন্টাকয়েক আগেই নিজের ট্যুইটার থেকে সেই কার্ডের একটি ছবি আপলোড করেন সবুজ-মেরুনের এই তারকা ফুটবলার।

সেটি আপলোড করে তিনি লেখেন, ফ্রান্সের সেই বিশেষ দিনের জন্য গত ১৪ ই জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি আনুষ্ঠানিক নৈশভোজে ফ্রান্সের রাষ্ট্রপতির আমন্ত্রণ পেয়ে আমি যথেষ্ট খুশি। যেখানে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে দেখা করা তার জন্য যথেষ্ট আনন্দের বিষয় ছিল। এই প্রসঙ্গে বুমোর আপলোড করা সেই কার্ডের ছবির দিকে তাকালে দেখা যায় সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁন ও মাদাম ব্রিগিড হুগো বুমোস কে তাদের আয়োজিত একটি নৈশভোজের অনুষ্ঠানে ল্যুভরে আসার অনুরোধ করা হচ্ছে।