Srilanka: সজারু পোষেন দম্পতি, পোষ্যরা এনে দেয় রোজগারের টাকা!

যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়া শ্রীলংকায় (Srilanka) আছেন এমন সজারু পোষা দম্পতি।

Sri Lanka, porcupine pets, couples, trend, joy, income, unique

আমরা সাধারণত আমাদের বাড়ির আশেপাশে বা বিভিন্ন জায়গায় গৃহপালিত পশু হিসেবে গরু-ছাগল, বিড়াল, কুকুর বিভিন্ন রকমের প্রাণী দেখে থাকি। তবে এবার একজন মহিলা ১৫ টি সজারুকে পোষ মানিয়ে নজির গড়েছেন। যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়া শ্রীলংকায় (Srilanka) আছেন এমন সজারু পোষা দম্পতি।

শ্রীলঙ্কার কেগেল এলাকার বাসিন্দা এচ পি চন্দ্রকান্তি ১৫ টি সজারু নিয়ে বসবাস করেন। এই সজারুদের কারণে তার জীবন নির্বাহ হয়। কারণ এরাই তাদের উপার্জনের একমাত্র পথ। অতি কষ্টের জীবনেও এই সজারুরা যেন তাদের একমাত্র ভরসা। চন্দ্রকান্তি জানিয়েছেন, পর্যটকেরা আমার বাড়িতে আসে এবং এই সজারুদের কোলে নিয়ে তাদের সঙ্গে ফটো তোলে। এর বদলে তারা আমায় কিছু পয়সা দেয়। খুব বেশি টাকা পয়সা হয়তো আমরা পাইনা কিন্তু তার মধ্যেই আমাদের জীবনযাপন করতে হয়।

চোখের সমস্যার জন্য চন্দ্রকান্তির স্বামী কোনো কাজ করতে পারেন না চন্দ্রকান্তি। তিনি বলেন, ঘরের সব কাজকর্ম করে এই সজারুদের খাচা পরিষ্কার করার পর, আমরা সকাল প্রায় ৯ টার সময় রাস্তায় বেরোই। আমার স্ত্রী আমাকে রাস্তায় নিয়ে যায়। এরপরে সে আবার সকল সজারুদের রাস্তায় নিয়ে আসে। এবং কাজ শেষ হওয়ার পর আমার স্ত্রী আবার আমাদের সকলকে ঘরে নিয়ে আসে”।

তারা আরো জানিয়েছেন, আমরা এই সজারুদের খাবার দিই তার বদলে তারা আমাদের ভরণ পোষণের পুরো দায়িত্ব নেয়। এদের খাওয়াতে আমাদের প্রতিদিন প্রায় ১০০০ টাকা খরচ হয়। এই পশুগুলো যখন ছোট ছোট ছিল তখন থেকেই আমরা তাদের দেখাশোনা করি। এখন এরা সবাই আমাদের বশে। এরা আমাদের গায়ে কোনো কাঁটাও ফোটায় না। কারণ আমাদের সঙ্গে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে।এই দম্পতির এমন অভিনব প্রয়াসে রীতিমতো অবাক করেছে সকলকে। তবে দের প্রতি তাদের ভালোবাসা এবং এই পশুদের দ্বারা তাদের জীবিকানির্বাহ এক বিরল ঘটনা।