Bhopal: ভেঙে পড়তে পারত বিমান, সোনিয়া-রাহুলকে নিয়ে জরুরি অবতরণ

বিরোধী জোটের বৈঠক থেকে ফেরার পথে জোর বাঁচলেন সোনিয়া ও রাহুল গান্ধী। খারাপ আবহাওয়ার কারণে বিমান দুর্ঘটনার মুখে পড়ার প্রবল সম্ভাবনা ছিল। চালক জরুরি অবতরণ…

Sonia Gandhi advises Congress to unite to change the situation

বিরোধী জোটের বৈঠক থেকে ফেরার পথে জোর বাঁচলেন সোনিয়া ও রাহুল গান্ধী। খারাপ আবহাওয়ার কারণে বিমান দুর্ঘটনার মুখে পড়ার প্রবল সম্ভাবনা ছিল। চালক জরুরি অবতরণ করেন (Bhopal) ভোপাালে। জানা গিয়েছে বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পথে বিপদের মুখে পড়েন কংগ্রেস শীর্ষ নেত্রী ও তাঁঁর পুত্র।

কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে বহনকারী বিমানটি মঙ্গলবার সন্ধ্যায় ভোপাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ভোপালের পুলিশ কমিশনার হরিনারায়ণ মিশ্র পিটিআইকে জানিয়েছেন, বিমানটি পুনরায় চালুর চেষ্টা চলছে।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে যোগ দেন সোনিয়া গান্ধী ও রাহুল। ফেরার পথে খারাপ আবহাওয়ার কবলে পড়ে তাদের বিমান।জরুরি অবতরণ সম্পর্কে তথ্য পেয়ে বিমানবন্দরে যান  মধ্যপ্রদেশের সিনিয়র কংগ্রেস নেতা শোভা ওজা।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁঁর পঞ্চায়েত ভোট প্রচার সেরে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হেলিকপ্টারে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। সেবারও খারাপ আবহাওয়ার কারণে কপ্টার চালক নিকটবর্তী সেনা ঘাঁটিতে অবতরণ করেছিলেন। দুর্ঘটনা এড়ালেও মমতার পায়ে চোট লাগে। তিনি চিকিৎসকদের পরামর্শ নিয়ে বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে যোগ দেন। সেখানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সাথে মমতার সেই কপ্টার অবতরণ ও পায়ে চোটের বিষয়ে ব্যক্তিগতভাবে আলোচনা হয়। বৈঠক শেষে দিল্লি ফেরার পথে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল।