ইতিমধ্যেই আসন্ন AFC ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে।রবিবার ATK মোহনবাগান ক্লাব টুইট পোস্ট করেছে কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর ম্যাচের অফলাইন টিকিট বিক্রি শুরু হতে চলেছে ৫ সেপ্টেম্বর সোমবার থেকে।
ওই টুইট পোস্টে বলা হয়েছে আগামী সোমবার থেকে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অফলাইন টিকিট দেওয়া হবে যুবভারতী ক্রীড়াঙ্গনের ৪ নম্বর গেট এবং মোহনবাগান ক্লাব তাবু থেকে।
সম্প্রতি, AFC কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে ATK মোহনবাগানের খেলা নিয়ে সংশয় ছিল। কারণ ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফ’কে নির্বাসনের শাস্তি দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। যার জেরে চিন্তায় পড়ে গিয়েছিলেন বাগান সমর্থকরা। ফিফার দাবি মেনে নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে সরিয়ে দেওয়া হয় প্রশাসক কমিটিকে(তৃতীয় পক্ষ)।
সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ২ সেপ্টেম্বর এআইএফএফে ভোট হয়। ভোটের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি কল্যাণ চৌবে ফেডারেশনের মসনদে সঙ্গে ভোটের মাধ্যমে দেশের ফুটবল হাউসে এসেছেন পদাধিকারীরা। সব মিলিয়ে স্বস্তি নেমে এসেছে ভারতীয় ফুটবলে। ফিফার নির্বাসনের ভ্রুকুটি কাটিয়ে ভারতীয় ফুটবল কার্যত এখন AFC ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচের উত্তাপে ফুটছে।