Mehuli Ghosh: সোনার লক্ষ্যে কায়রো অভিযান মেহুলির

গতবছর সেপ্টেম্বরে কলকাতার জয়দীপ মুখোপাধ্যায়ের অ্যাকাডেমি থেকে তিনি ট্রেনিংয়ের স্কুল বদলেছেন। তার বর্তমান স্কুলের নাম ‘গান ফর গ্লোরি’। হায়দরাবাদে অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী গগন নারাংয়ের অ্যাকাডেমিই…

গতবছর সেপ্টেম্বরে কলকাতার জয়দীপ মুখোপাধ্যায়ের অ্যাকাডেমি থেকে তিনি ট্রেনিংয়ের স্কুল বদলেছেন। তার বর্তমান স্কুলের নাম ‘গান ফর গ্লোরি’। হায়দরাবাদে অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী গগন নারাংয়ের অ্যাকাডেমিই এখন তার, মানে মেহুলি ঘোষের (Mehul Ghosh) স্থায়ী ঠিকানা। আর একবছরের মধ্যে ওই স্কুল থেকে এল মেহুলির বড় সাফল্য। ১২ অক্টোবর থেকে মিশরের কায়রোতে শুরু হতে চলা এবছরের বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের তিন সদস্যার মধ্যে একজন মেহুলি। এয়ার রাইফেলের ১০ মিটার ইভেন্টে তিনটি বিভাগে নামবেন তিনি। ব্যক্তিগত ইভেন্টে, অর্জুন বাবোটার সঙ্গে মিক্সড-ইভেন্টে আর দলগত ইভেন্টে। এবছরের বিশ্বচ্যাম্পিয়নশিপে বাংলা থেকে একমার প্রতিনিধি।

গতবারের বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে রূপো নিয়ে ফিরতে হয়েছিল ২১ বছরের মেহুলিকে। এবার লক্ষ্য শুধু সোনার পদক। পাখির চোখে দেখছেন সোনার পদককে। শুক্রবার রাতে হায়দরাবাদ থেকে ফোনে কথা বলার সময় মেহুলি বললেন, “সোনা ছাড়া কিছু ভাবছি না।”

ট্রেনিং স্কুল বদলে প্রস্তুতিতে কোনও বাড়তি লাভ হল কি? মেহুলি জানালেন হয়েছে। “এখানে প্র্যাক্টিসের অনেকগুলো লেন। আরও গুরুত্বপূর্ণ, এখানে অনেক বেশি সময় অনুশীলন করা যায়। আমি এখানে টানা ৬ ঘন্টা প্র্যাক্টিস করি (লাঞ্চ-ব্রেক থাকে)। এছাড়াও অনলাইনে ক্রীড়ামনোবিদরা মোটিভেশনের ক্লাস নেন। মনঃসংযোগ বাড়ানোরও আধুনিক পদ্ধতি অবলম্বন করা হয়।”

বিশ্বচ্যাম্পিয়নশিপে একটা পদক মেহুলিকে ২০২৪-এর প্যারিস অলিম্পিক্সে যাওয়ার টিকিট পাইয়ে দেবে। টোকিও অলিম্পিক্সে না যাওয়ার এক সুপ্ত যন্ত্রণা তো রয়েছেই। তাই মেহুলির সঙ্গে কথা বলে ওকে এবার অনেক প্রতিজ্ঞাবদ্ধ মনে হল। আর সঙ্গে বাড়তি প্রেরণা থাকছে বিদেশ থেকে গগন নারাংয়ের শুভেচ্ছাবার্তা, ‘তুমি ঠিক পারবে’! যে পারে, সে তো পারেই!