AFC Cup: গ্রুপ পর্বে কাদের মুখোমুখি হবে মোহনবাগান? জানুন

কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে আসন্ন এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বের ড্র। যেখানে এবার মোট ৫টি জোন থেকে অংশগ্রহণ করতে চলেছে প্রায় ৩৬টি ফুটবল দল।

Mohun Bagan, AFC Cup

কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে আসন্ন এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বের ড্র। যেখানে এবার মোট ৫টি জোন থেকে অংশগ্রহণ করতে চলেছে প্রায় ৩৬টি ফুটবল দল। যাদেরকে বিভক্ত করা হয়েছে মোট নয়টি বিভাগে। অর্থাৎ প্রত্যেকটি বিভাগে গড়ে থাকছে চারটি করে ফুটবল দল। তাদের মধ্যে মাত্র ১৬টি দল সুযোগ পাবে পরের রাউন্ডে নিজেদের স্থান করে নেওয়ার।

বাকিদের বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। সেই ১৬টি দলের মধ্যে থাকবে প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন। পাশাপাশি সুযোগ পাবে রানার্স হওয়া ৭টি ফুটবল দল। তাদের মধ্যে থেকেই হবে পরবর্তী লড়াই। তার মধ্যে এবার সকলের নজর থাকবে ভারতের তিনটি ফুটবল দলের দিকে। যাদের মধ্যে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস, মুম্বাই সিটি এফসি এবং ওডিশা এফসি।

বর্তমানে মোহনবাগান সুপারজায়ান্টস দলের দিকে নজর রয়েছে আপামর শহরবাসীর। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এবারের এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে কাদের মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড? অবশেষে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল সমস্ত কিছু। এবারের এই ১৯তম এএফসি কাপের গ্রুপ ডিতে স্থান পেয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। পাশাপাশি এই বিভাগে রয়েছে ভারতের আরেক ফুটবল দল তথা ওডিশা এফসি। বাকি দুই দল হল বসুন্ধরা কিংস ও মাজিয়া স্পোর্টস রিক্রিয়েশন ক্লাব। অর্থাৎ এবার এই দলগুলির বিপক্ষেই লড়াই করতে হবে মেরিনার্সদের।

গত ফুটবল মরশুমের শুরুটা খুব একটা সুখকর না হলেও সময়ের সাথে সাথে নিজেদের ছন্দে ফিরতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড। শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন। সেখান থেকেই এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্ব। সেখানে নেপালের শক্তিশালী দল মাচিন্দ্রা এফসি ও বাংলাদেশের ঢাকা আবাহনী ক্লাবকে পরাজিত করে এএফসি কাপের মূল পর্ব। গত মরশুমের মতো এবারো ভালো পারফরম্যান্সের অপেক্ষায় আপামর বাগান সমর্থকরা।