AFC CUP: এবার নেইমারের ক্লাবের বিপক্ষে মুম্বাই সিটি! কীভাবে সম্ভব?

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্ব ফুটবলের ক্ষেত্রে অন্যতম একটি নক্ষত হলেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ থেকে শুরু করে কোপা আমেরিকা এবং অলিম্পিকের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে দাপিয়ে বেড়িয়েছেন ব্রাজিলের জার্সিতে।

Mumbai City FC

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্ব ফুটবলের ক্ষেত্রে অন্যতম একটি নক্ষত হলেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ থেকে শুরু করে কোপা আমেরিকা এবং অলিম্পিকের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে দাপিয়ে বেড়িয়েছেন ব্রাজিলের জার্সিতে। এখনো পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ না পেলেও কোপা থেকে অলিম্পিক সবক্ষেত্রেই জাতীয় দলের জার্সিতে এসেছে চূড়ান্ত সাফল্য। পাশাপাশি ক্লাব ফুটবলের ক্ষেত্রে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে এই ব্রাজিলিয়ান তারকার। গত মরশুম পর্যন্ত মেসি, এমবাপ্পেদের সাথে একযোগে পিএসজিতে খেললেও নয়া মরশুমে ক্লাব বদল করেছেন এই তারকা ফুটবলার।

গত কয়েকদিন আগেই ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দিয়ে সৌদি আরবের অন্যতম শক্তিশালী ক্লাব আল হিলালে সই করেছেন নেইমার। তার পুরোনো ক্লাব তথা পিএসজিকে প্রায় ৯৮.৬ মিলিয়ন ডলার ট্রান্সফার ফি দিয়ে তাকে দুইটি মরশুমের জন্য দলে টেনেছে আল হিলাল। যা নিঃসন্দেহে বড়সড় চমক ফুটবলপ্রেমীদের কাছে। যার ফলে, এবারের এই ১৯তম এএফসি কাপে খেলতে দেখা যাবে এই ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ানকে।

তাই গতবারের তুলনায় এবারের এই এএফসি কাপ যে আরও বেশি উত্তেজনা পূর্ন হতে চলেছে তা কিন্তু বলাই চলে। তবে এখানেই শেষ নয়। এবারের এই এএফসি কাপে ভারতের শক্তিশালী দল মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে দেখা যেতে পারে এই তারকাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ ঘন্টাকয়েক আগেই কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এএফসি কাপের ড্র। যেখানে ভারত থেকে স্থান পেয়েছে মোহনবাগান এবং ওডিশার পাশাপাশি মুম্বাই সিটি এফসি।

ড্র অনুযায়ী এবারের “ডি” বিভাগে স্থান পেয়েছে রাহুল-লাচেনপার মুম্বাই সিটি এফসি। পাশাপাশি সেই গ্রুপ উঠে এসেছে নাফবাহোর এফসি থেকে শুরু করে এফসি নাসাজি মাজান্দারান ও আল হিসাবের নাম। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তাই এবার এএফসি কাপের গ্রুপ পর্বের নেইমারদের মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি। যা নিঃসন্দেহে বড়সড় চমক। সব ঠিকঠাক থাকলে এবার ভারতের মাটিতে খেলতে দেখা যেতে পারে নেইমারকে। অন্যদিকে, গত ফুটবল মরশুমে লিগ শিল্ডের শিরোপা জিতেছে রনবীর কাপুরের মুম্বাই। এবার নেইমারকে আটকে দিয়ে সকলের মন জয় করাই অন্যতম লক্ষ্য থাকবে বাকিংহ্যামের ছেলেদের।