Mohun Bagan vs East Bengal: কোন দলে ক’জন বাঙালি ফুটবলার?

স্থানীয় প্রতিভা তুলে নিয়ে আসার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। গত মরসুমেই তুলে দেওয়া হয়েছিল কলকাতা ফুটবল লিগে বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম। এবার প্রথম একাদশে চারজন…

Mohun Bagan vs East Bengal

স্থানীয় প্রতিভা তুলে নিয়ে আসার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। গত মরসুমেই তুলে দেওয়া হয়েছিল কলকাতা ফুটবল লিগে বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম। এবার প্রথম একাদশে চারজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক করা হয়েছে। অতীতে মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে উঠে এসেছেন বহু বাঙালি ফুটবলার। দুই দলের স্কোয়াডে এমন একাধিক ভূমিপুত্র রয়েছেন যাদের ফুটবল প্রতিভা চোখে পড়ার মতো। কিন্তু কোন দলের (Mohun Bagan vs East Bengal) সিএফএল স্কোয়াডে বাঙালি ফুটবলারের সংখ্যা বেশি?

   

১০০% গোল রেকর্ড! গোল্ডেন বুট জিতলেন Roy Krishna

মোহনবাগানের কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর স্কোয়াডে ভূমিপুত্র হিসেবে রয়েছেন- অভিষেক বলোয়ারি, নন্দন রায়, রাজা বর্মন, দীপেন্দু বিশ্বাস, রাজ বাস্ফোর, ব্রিজেশ গিরি, সায়ন দাস, সন্দীপ মালিক, সাহিল কর, ফারদিন আলি মোল্লা, উত্তম হাঁসদা, তপন হালদার, আকাশ সিং।

 

অন্য দিকে ইস্টবেঙ্গলের সিএফএল ২০২৪ স্কোয়াডে ভূমিপুত্র হিসেবে রয়েছেন- আদিত্য পাত্র, সংগ্রাম রায় চৌধুরী, গৌরব শাউ, তন্ময় ঘোষ, মনোতোষ চাকলাদার, চাকু মান্ডি, সঞ্জীব ঘোষ, তন্ময় দাস ,শ্যামল বেসরা, সায়ন ব্যানার্জী, সুমন দে, বিজয় মুর্মু, সুব্রত মুর্মু।

দীপুর নিখুঁত ট্যাকেলে রক্ষা পেল মহামেডান

গত মরসুমের রিজার্ভ দলের একাধিক ফুটবলারের ওপর এবারেও আস্থা রাখছে কলকাতা ময়দানের দুই প্রধান। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল দুই ক্লাবের রিজার্ভ স্কোয়াডের একাধিক ফুটবলার ইতিমধ্যে খেলেছেন সিনিয়র দলে। এবারেও তাঁদের কাঁধে থাকবে বড় দায়িত্ব। এবারের স্কোয়াডে রয়েছে একাধিক নতুন মুখ। সুযোগ পেলে তাঁরাও নিজেদের নতুন করে চেনাতে চাইবেন।