রায়গঞ্জের কংগ্রেস প্রার্থীর কৌশলে ঘুম উড়েছে তৃণমূল-বিজেপির!

এ গলি থেকে সে গলি। এ পাড়া থেকে ও পাড়া। সর্বত্রই তিনি (Mohit Sengupta) পৌঁছে যাচ্ছেন। আর যেখানেই যাচ্ছেন, তাঁকে ঘিরে মানুষের ঢল। ‘কাজের মানুষ,…

Mohit Sengupta রায়গঞ্জের কংগ্রেস প্রার্থীর কৌশলে ঘুম উড়েছে তৃণমূল-বিজেপির!

এ গলি থেকে সে গলি। এ পাড়া থেকে ও পাড়া। সর্বত্রই তিনি (Mohit Sengupta) পৌঁছে যাচ্ছেন। আর যেখানেই যাচ্ছেন, তাঁকে ঘিরে মানুষের ঢল। ‘কাজের মানুষ, কাছের মানুষ’-কে পেয়ে দাবিদাওয়াও পেশ করছে আমজনতা। এই কৌশলেই রায়গঞ্জের ‘হাত’ ধরতে চান কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। আর তাতেই চাপে পড়েছে তৃণমূল এবং বিজেপি শিবির।

লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ বিধানসভায় প্রায় ৪৬ হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। তা সত্ত্বেও স্বস্তিতে নেই গেরুয়া শিবির। তার কারণ, প্রথমত উপনির্বাচনের ভোটাররা সাধারণত শাসকদলের প্রার্থীকেই বেছে নেন। আর দ্বিতীয়ত, এই কেন্দ্রে কংগ্রেস টিকিটে লড়ছেন রায়গঞ্জের দু’বারের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত।

   

এছাড়াও উত্তর দিনাজপুর জেলার এই শহরকে কার্যত হাতের তালুর মতো চেনেন মোহিত। ২০১১ এবং ২০১৬ সালে এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন তিনি। যদিও ২০২১-এর বিধানসভা ভোটে জিতে যান বিজেপি কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দেওয়ার কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

রাহুলের এক ভাষণেই কুপোকাত বিজেপি? গুরুত্ব আঁচ করে জবাবি আসরে মোদী

প্রবাদপ্রতীম কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির খাসতালুক রায়গঞ্জ একটা সময় কংগ্রেসে ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ২০১১ সালে মোহিত সেনগুপ্ত তৃণমূল এবং কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন। ২০১৬ সালে রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মধ্যেও তৃণমূলকে পিছনে ঠেলে রায়গঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হন মোহিত সেনগুপ্ত।

Raiganj By Poll Candidate রায়গঞ্জের কংগ্রেস প্রার্থীর কৌশলে ঘুম উড়েছে তৃণমূল-বিজেপির!
তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত, বিজেপি প্রার্থী মানসকুমার ঘোষ (বাঁ দিক থেকে)

২০২১ সালে এই কেন্দ্রে মূল লড়াই হয়েছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে। বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন। তৃণমূল-বিজেপি টক্করে এক ধাক্কায় তৃতীয় স্থানে নেমে আসেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী মোহিত সেনগুপ্ত। এবার অবশ্য রায়গঞ্জ পুনরুদ্ধারে সেই মোহিতের ওপর ভরসা রেখেছে কংগ্রেস।

এবারের লোকসভা নির্বাচনে অবশ্য রায়গঞ্জ আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ৯৩৪০২। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৪৬৬৬৩ ভোট। আর বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছে ১৪৪৭৭ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ৪৬ হাজারেরও বেশি।

মহিলাকে পিটিয়ে মাসকুলার জেসিবি কাঁপছে, বাম নেতা খুনের অভিযোগ, বাংলাদেশ-বিহারে নেটওয়ার্ক

মোহিত সেনগুপ্ত বলেন, আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই। এরা কোনও কাজ করবে না। নিজেদের পকেট ভরার জন্য এরা পার্টি করে। দু’জনেই দলবদলু ও লোভী। পুর এলাকার উন্নয়ন কীভাবে করেছি মানুষ ভালো মতো জানেন। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে আমার জয় এবার ১০০ শতাংশ নিশ্চিত।