AFC Cup: মাজিয়াকে হারিয়ে এএফসি কাপের পথ প্রশস্ত করল মোহনবাগান

আজ, সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের (AFC Cup)ম্যাচে ফের জয় মোহনবাগানের। নির্ধারিত সময়ের শেষে মাজিয়া দলকে ২-১ গোলে পরাজিত করে কলকাতার এই প্রধান। জোড়া গোল…

Jason Cummings

আজ, সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের (AFC Cup)ম্যাচে ফের জয় মোহনবাগানের। নির্ধারিত সময়ের শেষে মাজিয়া দলকে ২-১ গোলে পরাজিত করে কলকাতার এই প্রধান। জোড়া গোল করেন অজি তারকা জেসন কামিন্স। এবারের ফুটবল মরশুমের শুরু থেকেই সকলের নজরে ছিলেন এই তারকা ফুটবলার। সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপে তার পারফরম্যান্স খুব একটা দেখা না গেলেও এএফসি কাপের ম্যাচে যথেষ্ট চনমনে থাকলেন তিনি। বলা যায় ফিরে আসলেন নিজের ফর্মে।

উল্লেখ্য, আজ তার হ্যাট্রিক করার সুযোগ থাকলেও পেনাল্টি শেয়ার করতে গিয়ে নিজের গোলের সুযোগ হারাতে হয় তাকে। যারফলে দলের সমর্থকদের মধ্যে সাময়িক ক্ষোভ দেখা গেলেও অতিরিক্ত সময়ে গোল করে দলকে জেতান এই তারকা ফুটবলার।

পূর্ব পরিকল্পনা মতোই এদিন ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে ধরা দিয়েছিল মোহনবাগান। জেসন কামিন্স থেকে শুরু করে আর্মান্দো সাদিকু হোক কিংবা দিমিত্রি পেট্রতোস। সকলেই ছিলেন প্রথম থেকেই। যারফলে, সময়ের সাথে সাথে আক্রমণ বাড়াতে থাকে কলকাতার এই প্রধান। যা সামাল দিতে একটা সময় হিমশিম খেতে হয় মাজিয়া দলের ডিফেন্ডারদের।

এভাবেই ম্যাচের ঠিক ২৮ মিনিটের মাথায় হুগো বুমোসের ভাসানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন জেসন কামিন্স। তারপর প্রথমার্ধের শেষের দিকে বাগান শিবিরের কাছে গোলের সুযোগ আসলেও তা থেকে ব্যবধান বাড়াতে ব্যর্থ থাকেন দলের ফুটবলাররা। তার বদলে ম্যাচের ৪৫ মিনিটের মাথায় ওয়াডার করা গোলে সমতায় ফেরে মাজিয়া। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল।

তবে দ্বিতীয়ার্ধ থেকে ফের চাপ বাড়তে থাকে মোহনবাগান। তবে বারংবার বাধা পেতে হয় মাজিয়া রক্ষনভাগের সামনে। বহুবার সাদিকু থেকে শুরু করে কামিন্সরা গোল করার চেষ্টা করলেও তা কাজে লাগাতে ব্যর্থ থাকেন সকলে। তবে প্রতিপক্ষের অসাবধানতার সুযোগ নিয়ে ম্যাচের ঠিক ৯২ মিনিটের মাথায় সাহাল আবদুল সামাদের পাস থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই আসে জয়।