ATK Mohun Bagan: ইস্টবেঙ্গল জেতায় আনন্দে বাঁধ ভাঙলো সবুজ-মেরুন শিবিরে

137
ATK Mohun Bagan wrote to the federation
Advertisements

শুক্রবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ঘরের মাঠে বড়ো জয় পেয়েছিলো ইস্টবেঙ্গল (East Bengal)। ম‍্যাচের আগের সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন বলেছিলেন, তিনি ইস্টবেঙ্গলের প্রথম কোচ হতে চান যিনি সংশ্লিষ্ট ক্লাবকে লিগের প্রথম ছয়ের মধ্যে জায়গা করে দেবেন।

এমন সময় শুক্রবারের ম‍্যাচে জেতার পর ইস্টবেঙ্গলের লিগের প্রথম ছয়ের মধ্যে জায়গা করে নেওয়ার সম্ভাবনা অল্প হলেও খানিকটা আশা জেগে থাকলো। অবশ্য ইস্টবেঙ্গল কে টপ সিক্সে জেতে হলে অন‍্য দল গুলোর উপর নির্ভর করে থাকতে হবে।

Advertisements

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল জয় পাওয়ায় ভীষণ লাভ হলো এটিকে মোহনবাগানের।ব র্তমানে লিগ টেবিলে তিন নম্বর স্থানে আছে কেরালা ব্লাস্টার্স এফসি ১৬ ম‍্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ।অন‍্যদিকে এক ম‍্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে রয়েছে এটিকে মোহনবাগান।

Advertisements

এমন একটি পরিস্থিতির মধ্যে রোববার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম‍্যাচে যদি জিতে যায় এটিকে মোহনবাগান,তাহলে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসবে সবুজ মেরূন শিবির।অবশ্য রোববার হারলেও এটিকে মোহনবাগান যদি তাদের আইএসএলের বাদবাকি সব ম‍্যাচ গুলোতে জিতে যায় তাহলে আইএসএলের পয়েন্ট তালিকায় দুই নম্বর স্থানে শেষ করতে পারবে।

Advertisements