North 24 Pargana: বারাসাত জেলা আদালতে জয়ী বাম-কংগ্রেস জোট

322
Barasat district court
Advertisements

রাজ্যজুড়ে বাম ও কংগ্রেসের জোট (Left-Congress alliance) নিয়ে দীর্ঘ আলোচনা চলছে রাজ্যজুড়ে। এরই মাঝে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বারাসাত জেলা আদালতে শাসক তৃণমূলকে পরাজিত করল বাম-কংগ্রেস। ৭ টি আসনে জয়ী হয়েছে জোটের প্রার্থী৷ ৬ আসনে জয়ী শাসক দল তৃণমূল। যদিও সভাপতি আসনটি হাতছাড়া করতে হয়েছে জোটকে।

সভাপতি আসনে জয়লাভ করেছেন আইনজীবী উমাপদ চট্টোপাধ্যায়। প্রাপ্ত ভোট ৬০০। জানা গেছে, বাম শিবিরে ফাটল দেখা দেওয়ার কারণেই ফায়দা তুলেছে তৃণমূল। সিপিআই আলাদা প্রার্থী দেওয়ার কারণেই সহজে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ তবে সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সহ সম্পাদক আসনে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী। এছাড়াও কার্যকরী সমিতির একটি আসনে জয় কংগ্রেসের। বাকি তিনটি আসনে জয়লাভ করেছে বামেরা৷

Advertisements

সম্প্রতি সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে আরও একবার যুক্ত হয়ে বাম-কংগ্রেস জোটের প্রসঙ্গ৷ যেখানে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে সম্মতি দিয়েছে আলিমুদ্দিন৷ শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরাতেও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে হাতে হাত মিলিয়েছেন বাম ও কংগ্রেসের নেতারা। নির্বাচনী আবহের মধ্যেই জোটের এই জয় আগামী দিনে কর্মীদের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে মনে করছে শীর্ষ নেতৃত্ব।

Advertisements

এবিষয়ে আইনজীবী তথা কংগ্রেস নেতা পার্থপ্রতিম বিশ্বাস বলেন, বারাসাত আদালতের শুরু থেকেই প্রদেশ কংগ্রেস আইনজীবী সেল বার এ্যাশোসিয়েশন এর নেতৃত্ব দিয়ে এসেছে। পরবর্তী সময়ে তৃণমূল রাজ্যে ক্ষমতায় এলেও সেই ট্রাডিশন বজায় থেকেছে। গত চারবছর প্রদেশ কংগ্রেস আইনজীবী সেল ও বামেদের আইনজীবী সংগঠন এআইএলইউ জোট বেধে এই নির্বাচনে লড়াই করছে প্রতিবারই জয়লাভ করেছে। এ বছরেও তার অন্যথা হল না। বারাসাত জেলা বার এ্যাশোসিয়েশন মূলত সাধারণ সম্পাদক নির্ভর সংগঠন। এবারেও সাধারণ সম্পাদক পদে জোটের হয়ে কংগ্রেস প্রার্থী শ্রী তারক মুখ্যোপাধ্যায় জয়ী হন। পাশাপাশি কোষাধ্যক্ষ পদে জোটের পক্ষে বামেদের সম্রাট সেনগুপ্ত জয়ী হয়েছেন। এছাড়াও আরও পাঁচটি পদে জয়ী হয়ে এবারেও জোট তাদের ক্ষমতা ধরে রাখল।

তিনি আরও বলেন, সমাজের সর্বত্র চরম অবক্ষয় ও অন্ধকার এই সময়ে যখন সর্বত্র বিরোধী কন্ঠকে দমিয়ে রাখার সবরকম চেষ্টা চলছে তখন সেই ধারার বিপরীতে গিয়ে বারাসাতের আইনজীবীরা তাদের কন্ঠকে সঠিক সুরে ব্যক্ত করলেন। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারাসাত জেলা আদালতের সকল আইনজীবীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Advertisements