Tug of War: ডেভিডকে পেতে মরিয়া মশালবাহিনী, কী ভাবছে মহামেডান?

এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে অনবদ্য পারফরম্যান্স করেছেন সাদা-কালো তারকা ডেভিড লালাসাঙ্গা (David Lalhlansanga)। বল পায়ে এই লিগে করেছেন সর্বোচ্চ ২১ টি গোল। এছাড়াও ডুরান্ড কাপে…

david lalhlansanga

এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে অনবদ্য পারফরম্যান্স করেছেন সাদা-কালো তারকা ডেভিড লালাসাঙ্গা (David Lalhlansanga)। বল পায়ে এই লিগে করেছেন সর্বোচ্চ ২১ টি গোল। এছাড়াও ডুরান্ড কাপে ও সর্বোচ্চ গোলদাতা থেকেছেন এই ফুটবলার। মহামেডানের পক্ষে এবারের ডুরান্ড জেতা সম্ভব না হলেও অনবদ্য পারফরম্যান্স করে দুই প্রধানের সামনে থেকে কলকাতা ফুটবল লিগ ছিনিয়ে নিতে সক্ষম থেকেছে।

তারপর থেকে একের পর এক ফুটবল ক্লাবের নজর এসে পড়েছে মহামেডানের এই তরুণ ফুটবলারের দিকে। যার মধ্যে রয়েছে পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল। এছাড়াও তাকে পেতে রয়েছে আইএসএল চ্যাম্পিয়ন দল হায়দরাবাদ এফসি সহ আইলিগের একটি দল। তবে ডেভিডের মতো তরুণ প্রতিভাবান ফুটবলারকে আদৌ কি ছাড়তে চাইবে মহামেডান?

   

তবে গত কয়েকদিনে বিভিন্ন মাধ্যম মারফত যতদূর জানা গিয়েছে, ডেভিডকে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। সেইমতো তার সাথে নাকি কথাবার্তা ও শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক থাকলে নাকি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে লাল-হলুদ জার্সিতে দেখা যেতে পারে এই তরুণ প্রতিভাকে।

এছাড়াও হায়দরাবাদ দলের তরফ থেকে ও নাকি যোগাযোগ করা হচ্ছে মহামেডানের এই ফুটবলারের সঙ্গে। তবে এখনি মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে আগামী ২০২৪ সার পর্যন্ত চুক্তি থাকায় এখনি দল ছাড়তে পারবেন না এই তারকা। কলকাতা লিগের পর এবারের এই আইলিগে ও খেলতে দেখা যাবে ডেভিডকে।

কিন্তু এই তরুণ ফরোয়ার্ড নিয়ে কি ভাবছে মহামেডান ম্যানেজমেন্ট? বিশেষ সূত্র মারফত খবর, ডেভিডকে ছাড়ার ব্যাপারে নাকি কোনো রকমের চিন্তা ভাবনাই করছে না সাদা-কালো ব্রিগেড। বরং তার সাথে নাকি চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ভাবা হচ্ছে তাদের তরফে। তবে এক্ষেত্রে তারকাখচিত ফুটবলারদের মধ্যে ও দলের প্রথম একাদশে নিজের স্থান অপরিবর্তিত রাখার চেষ্টা করবেন এই দাপুটে ফরোয়ার্ড।